শ্যামনগর পৌষ মেলা ।। 2026।। পৌষ ও পার্বন মেলা ll“পৌষের আমেজে শ্যামনগর | প্রাণের পার্বণ মেলা”
Автор: ইচ্ছে পূরণ 💕
Загружено: 2026-01-12
Просмотров: 78
পৌষের শীতল হাওয়ায় প্রাণ ফিরে পায় শ্যামনগর পৌষ পার্বণ মেলা। নতুন ধানের গন্ধ, খেজুরের রসের মিষ্টি সুবাস আর মানুষের হাসি—সব মিলিয়ে এই মেলা যেন ঐতিহ্য আর আনন্দের মিলনক্ষেত্র। মেলার মাঠ জুড়ে সাজানো থাকে নানা রকম গ্রামীণ দোকান, হাতে তৈরি সামগ্রী, মাটির খেলনা, আর মুখরোচক পিঠে-পুলির সম্ভার।
শিশুদের হাসি, নাগরদোলার রঙিন আলো আর আত্মীয়-পরিজনের সঙ্গে মিলন—সব মিলিয়ে এই মেলা শুধুই কেনাবেচার জায়গা নয়, এটি শিকড়ে ফেরার এক আবেগময় উৎসব। শীতের সন্ধ্যায় আলোর রোশনাই আর মানুষের কোলাহলে শ্যামনগর পৌষ পার্বণ মেলা হয়ে ওঠে বাংলার প্রাণের উৎসব।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: