মালেশিয়া প্রবাসী সবুজ ভাইয়ের মিশ্র ফলের বাগান,মালটা কমলা আপেল পেঁপে লেবু সহ বিভিন্ন ফলের সমারোহ
Автор: Golden Agri
Загружено: 2022-07-30
Просмотров: 4117
সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? ভিডিও তে মালেশিয়া প্রবাসী সবুজ হোসেন ভাইয়ের ৫ বিঘা জমির ওপর একটি মিশ্র ফলের বাগান এর প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তিনি ২০২১ সালে নীলফামারী জেলার বেতগাড়া কাজিপাড়া গ্রামে একটি বাগান গড়ে তুলেন। তার বাগানে রয়েছে মাল্টা, কমলা, আপেল, পেঁপে, লেবু, আনার, পেয়ারার বিভিন্ন প্রজাতির গাছ। সবুজ হোসেন ভাইয়ের নিদেশনায় তার স্ত্রী তাহেরা বেগম সেগুলো দেখাশোনা করেন। আমাদের কাছে মনে হয়েছে এটি একটি সুন্দর পরিপাটি আধুনিক মিশ্র ফলের বাগান। আপনাদের আশে পাশে অনাবাদি জমি পরে থাকলে সবুজ হোসেন ভাইয়ের মত মিশ্র ফলের বাগান গড়ে তুলতে পারেন। মিশ্র ফলের বাগান এর সুবিধা অনেক।কারণ মিশ্র বাগানে হরেক রকমের ফল থাকে৷ সারাবছর কোন না কোন ফল হারভেষ্ট করা সম্ভব হয়ে থাকে৷ এতে নার্সারীর লেবার খরচ সহ অন্যান্য খরচ চালানো সহজ হয়ে উঠে৷ আপনরা চাইলে সবুজ হোসেন ভাইয়ের বাগানের দায়িত্ব থাকা ব্যাক্তির সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাগানের ফল সংগ্রহ করতে পারেন। তার যোগাযোগ এর মোবাইল নাম্বার 01884-728454 ধন্যবাদ।
#মিশ্রফলবাগান
#পেপে
#কমলা
#পেয়ারা
#মালটা
#লেবু
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: