নাইম ভাইয়ের নিউ কালেকশন। খামার উপযোগী ছাগল।
Автор: Krishi BD Natore
Загружено: 2024-05-26
Просмотров: 7289
অজকের প্রতিবেদন টি নাটোর জেলা গুরুদাসপুর থানা চাপিলা গ্রামে নাঈম ভাইয়ের ছাগলের খামারের । এ খামারে অরিজিনাল ও ক্রস জাতের ছাগল রয়েছে। এছাড়া #তোতাপুরী #হরিয়ানা #বিটল #শিরহী #দুধের ছাগল গাভীন ছাগল ও পাঠা ছাগল রয়েছে। তার কাছে উন্নত জাতের বাচ্চা ছাগল ও ভালো মানের কালারফুল গাভীন ছাগল রয়েছে।ক্রস জাতের বাচ্চা ছাগল ও রয়েছে। ভালো মানের তোতাপুরী, হরিয়ানা, বিটল, শিরহী, বারবারি গাভীন ও বড় ছাগল ও তার সংগ্রহে থাকে । তার কাছে আরো বড় পাঠা ছাগল রয়েছে। স্বল্প রেটে তার খামার থেকে কালারফুল উন্নত ছাগি ছাগল ও বড় গাভীন ছাগল কালেকশন করতে পারবেন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: