২০২৪ আগস্টের মত ১৯৭৫-এর আগস্টও ছিল স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লব! --লেঃ কর্ণেল রাশেদ চৌধুরী
Автор: Rahat Zaman
Загружено: 2025-11-08
Просмотров: 3866
পঁচাত্তর আগস্টের সূর্যসন্তান লেঃ কর্ণেল রাশেদ চৌধুরী, বীর প্রতীক ২০২৪ এর ৫ই আগস্ট এর সাথে ১৫ই আগস্টের যে মিল ও অমিল গুলো রয়েছে সেই সম্পর্কে খোলামেলা কথা বলেছেন। "বঙ্গবন্ধু হত্যাকারী" ধরণের আওয়ামী বয়ানের বিপরীতে উনি সহ যে চারজন এখনও জীবিত আছেন তাঁদের সকলের জন্য ২০২৪-জুলাই নায়কদের মত রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জনের বিষয়ে নিজের মতামত দিয়েছেন। বাংলাদেশের আগামী নির্বাচনী মতামতও খোলামেলা ভাবে শেয়ার করেছেন। সব শেষে বলেছেন ৭ই নভেম্বরের উপর ওনার বিশ্লেষণ। এই সাক্ষাৎকারটি একটি দলিল হিসাবে এই বিষয়ে যাঁরা কৌতূহলী এমনকি গবেষণা করেন তাঁদের সকলের জন্যই প্রয়োজনীয় বলে মনে করি।
৫ ই আগস্টের বিপ্লব ১৫ ই আগস্টের বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত, উত্তরসূরী ও পুনরাবৃত্তি। দুটি একই সূত্রে গাঁথা।
আমরা দেখেছি, ৫ ই অগাস্ট ছাত্র-জনতার আন্দোলন বা আক্রোশ শুধু স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে ছিল না, মহা স্বৈরাচার মুজিবের বিরুদ্ধেও ছিল। তাই মুজিবের প্রতিচ্ছবি, মূর্তি সব ভেঙে ফেলা হয়।
১৫ ই অগাস্ট ও ৫ ই আগস্টকে বুঝতে হলে সেই সময়ে পদার্পন করতে হবে, তখনকার পরিস্থিতি বুঝতে হবে।
৫ ই অগাস্ট ও ১৫ ই অগাস্ট বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী বিপ্লব ও ঘটনা। বাংলাদেশের জনগণ তা মনেপ্রাণে জানে এবং বুঝে, বাহ্যিকভাবে প্রকাশ না করলেও।
৫ ই আগস্টের শহীদ ও যোদ্ধার যদি রাষ্ট্রীয় স্বীকৃতি পায়, ১৫ ই আগস্টের সূর্য সন্তানরাও তা প্রাপ্য। রাশেদ চৌধুরী এ বিষয়ে সরকাকে অবহিত করেন।
আগামী নির্বাচনে, জনগণকে বুঝতে হবে কে দেশপ্রেমী আর কে দেশবিরোধী এবং সে হিসাবে ভোট দিতে হবে। আওয়ামীদের অবর্তমানে একটি বিশেষ দল আওয়ামী আদর্শ নিয়ে চলছে। লোকের ধারণা তার আওয়ামী এবং ভারত চালিত। ভোটারগণ তাদেরকে চিহ্নিত করে বিসর্জন করতে হবে দেশের স্বার্থে।
৭ ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লব শুরুতে কর্নেল তাহেরের উগ্র সমাজতান্ত্রিক মতবাদে অনুপ্রাণিত হলেও পরবর্তীতে সেখান থেকে সরে এসে ১৫ ই আগস্টের আদর্শ উদজীবিত ছিল। এসময় আর্টিলারির একটি দল (যারা যুদ্ধকালে ক্যাপ্টেন রাশেদ চৌধুরীর নেতৃত্বে গঠিত ও জিয়ার অধীনে যুদ্ধ করে) জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে উদ্ধার করে নিজেদের ইউনিট এ এনে পুনঃপ্রতিষ্ঠা করে এবং জাতীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।
—
লেঃ কঃ রাশেদ চৌধুরী বীর প্রতীক পরবর্তীতে উপ-রাষ্ট্রদূত হিসাবে কর্মরত ছিলেন, তিনি ৬ টি বইয়ের লেখক এবং ১২ টি বইয়ের সহ-লেখক।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: