IFA (FR 222) - Journals for Recognition of Intangibles through Business Combinations | Analyst Skill
Автор: Analyst Skill
Загружено: 2025-04-18
Просмотров: 134
IFA (FR 222) - Journals for Recognition of Intangibles through Business Combinations | Analyst Skill
যখন একটি কোম্পানি আরেকটি কোম্পানিকে পারচেজ করে কন্ট্রোলিং ইন্টারেস্ট নিয়ে নেয়, তখন যেই কোম্পানিকে পারচেজ করেছে, অর্থাৎ সাবসিডিয়ারি কোম্পানির ফাইনান্সিয়াল স্টেটমেন্টসকে প্যারেন্ট কোম্পানির ফাইনান্সিয়াল স্টেটমেন্টস এর সাথে মার্জ করে প্রেজেন্ট করতে হয়। আর তখনই একটি ইস্যু চলে আসতে পারে যার নাম হচ্ছে ইন্টেনজিবলস থ্রু বিজনেস কম্বিনেশন।
কারণ প্যারেন্ট একটি কোম্পানি কেনার পর শুধু বিল্ডিং বা মেশিনই না, সেই কোম্পানির কিছু অদৃশ্য সম্পদও (intangibles) কিনে নেয়। এই অদৃশ্য সম্পদগুলোই হলো “ইন্টেনজিবলস থ্রু বিজনেস কম্বিনেশন”। যেমন: ব্র্যান্ডের নাম, প্যাটেন্ট , কাস্টমার লিস্ট, লাইসেন্স ইত্যাদি।
IFRS 3 - Business Combination অনুযায়ী আপনি সাবসিডিয়ারির ঐসব ইন্টেনজিবলস অ্যাসেটগুলো প্যারেন্টের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এ রিকোগনাইজ করবেন কিনা, তা নির্ভর করবে ঐ ইন্টেনজিবলস অ্যাসেটগুলোর ফেয়ার ভ্যালু রিলায়েবলি মেজর করা যাবে কিনা।
আসুন ভিডিওটিতে একটি উদাহরণ দেখে আসি।
#AnalystSkill #CMA #ICMAB #ICAB #CA #Excel #IFRS3 #IAS38
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: