ওরশ পাক-এ মোজাদ্দেদ আলফেছানি| সেরহিন্দ শরীফ,পাঞ্জাব।
Автор: ParadisePara Pak Darbar Sharif,Tangail
Загружено: 2024-09-01
Просмотров: 724
(৪১২ তম ওরছ পাক এ মুজাদ্দেদ আলফেছানি রহ:)
কুতুবুল আলম, মুজাদ্দেদীয়া তরিকার ইমাম, সহস্রাব্দের মহান মুজাদ্দিদ, ইমামে রাব্বানী, কাইয়্যাুমে জামানী, গাউছে ছামদানী, শেখ আহমদ ফারুকী সেরহিন্দী মুজাদ্দেদ আলফে সানী (রহঃ) এঁর ৪১২তম মহাপবিত্র ওরছ শরীফ।
তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব (রাদি.)-এঁর ২৮তম অধস্তন পুরুষ।
তাঁর কুনিয়াত ছিল- আবুল বারাকাত
তাঁর লকব-বদরুদ্দিন
তিনিই প্রথম কাইয়্যুম রূপে পরিচিত।
তিনি বাবার দিক থেকে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমেনীন ওমর ফারুক (রাদি.) ও মায়ের দিক থেকে হযরত ইমাম হোসাইন (রাদি.) এঁর বংশীয়। উনি চার তরিকার খেলাফত প্রাপ্ত, তবে সকল তরিকার সংস্কারকৃত রাসুল পাকের (দরূদ) নির্দেশ মোতাবেক নিজ নামে তরিকায়ে নকশেবন্দিয়া মুজাদ্দেদীয়া প্রতিষ্ঠা করেন।
উনার প্রথম পীর ও মুর্শিদঃ উনার পিতা হযরত মাখদুম আবদুল আহাদ (রহ.)। পরে তিনি নকশেবন্দিয়া তরিকার মহান ওলি, বুজুর্গে মারেফাত, যিনি আপন পীরের নির্দেশে শেখ আহমদ ফারুকীকে বায়াত করানোর জন্য দিল্লি আগমন করেন, নকশেবন্দিয়া তরিকার অমুল্য রত্ন হযরত খাজা বাকী বিল্লাহ (রহ.) এঁর হাতে বায়াত হন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: