Aigiri Nandini । অয়ি গিরি নন্দিনি । ( With Bengali Lyrics) | Swami Sarvagananda ji ।
Автор: Nayanabhiram - নয়নাভিরাম
Загружено: 2022-08-30
Просмотров: 20929
Mahisasurmardini
Sung by - Swami Sarvagananda ji
L Y R I C S
অয়ি গিরি নন্দিনি নন্দিত মেদিনি বিশ্ব-বিনোদিনি নন্দনুতে
গিরি বর বিন্ধ শিরোধিনি বাসিনি বিষ্ণু-বিলাসিনি জিষ্ণুনুতে,
ভগবতি হে শিতি কণ্ঠ-কুটুম্বিণি ভূরি কুটুম্বিণি ভূরিকৃতে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে। ।।১।।
সুর বর বর্ষিণি দুর্ধর ধর্ষিণি দুর্মুখ মর্ষিণি হর্ষরতে
ত্রিভুবন পোষিণি শংকর তোষিণি কিল্বিষ মোষিণি ঘোষরতে,
দনু জনি রোষিণি দিতি সুত রোষিণি দুর্মদ শোষিণি সিন্ধুসুতে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে। ।।২।।
অযি জগদম্ব মদম্ব কদম্ব বনপ্রিয় বাসিনি হাসরতে
শিখরিশি রোমণি তুঙ্গ হিমালয় শৃংগ নিজালয় মধ্যগতে,
মধু মধু রে মধু কৈটভ গঞ্জিনি কৈটভ ভঞ্জিনি রাসরতে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে। ।।৩।।
অয়ি শত-খণ্ড বি-খণ্ডিত রুণ্ড বি-তুণ্ডিত শুণ্ড গজাধিপতে
রিপু গজ গণ্ড বিদারণ চণ্ড পরাক্রম শুণ্ড মৃগা ধিপতে,
নিজভুজ-দণ্ড নিপাতিত-খণ্ড বিপাতিত-মুণ্ড ভটা ধিপতে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে। ।।৪।।
অয়ি রণ দুর্মদ শত্রু বধোদিত দুর্ধর নির্জর শক্তি ভৃতে
চতুর বিচার ধুরীণ মহাশিব দূতকৃত প্রমথা - ধিপতে,
দুরিত দুরীহ দুরাশয় দুর্মতি দানব দূত কৃতান্ত মতে
জয় জয় হে মহিষাসুর মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ।।।৫।।
অয়ি শরণাগত বৈরি- বধূবর বীর বরা ভয় দায়করে
ত্রিভুবন মস্তক শূল বিরোধি শিরোধি কৃতামল শূলকরে,
দুমিদুমি তামর দুন্দু ভিনাদ মহো মুখরী কৃত তিগ্মকরে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ।।৬।।
অয়ি নিজ হুংকৃতি মাত্র নিরাকৃত ধূম্র বিলোচন ধূম্র শতে
সমর বিশোষিত শোণিত বীজ সমুদ্ভব শোণিত বীজলতে,
শিব শিব শুম্ভ নিশুম্ভ মহা হব তর্পিত ভূত পিশাচরতে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে। ।।৭।।
ধনু রনু ষঙ্গ রণ ক্ষণ সঙ্গ পরিস ফুর দঙ্গ নটৎকটকে
কনক পিশঙ্গ পৃষৎ কনিষঙ্গ রসৎ ভট শৃংগ হতাবটুকে,
কৃত চতুরঙ্গ বলক্ষিতি রঙ্গ ঘটৎ বহুরঙ্গ রটৎ বটুকে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যক পর্দিনি শৈলসুতে ।।।৮।।
জয় জয় জপ্য জয়ে জয় শব্দ পরস্তুতি তৎপর বিশ্বনুতে
ঝণঝণ ঝিঞ্জিমি ঝিঙ কৃত নূপুর সিঞ্জিত মোহিত ভূতপতে,
নটিত নটার্ধ নটী নট নায়ক নাটিত নাট্য সুগান রতে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে। ।।৯।।
অয়ি সুমনঃ সুমনঃ সুমনঃ সুমনঃ সুমনোহর কান্তিয়ুতে
শ্রিত রজনী রজনী রজনী রজনী রজনীকর বক্ত্র বৃতে,
সুনয়ন বিভ্রমর ভ্রমর ভ্রমর ভ্রমর ভ্রমরা ধিপতে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে। ।।১০।।
সহিত মহাহব মল্লম তল্লিক মল্লিত রল্লক মল্লরতে
বিরচিত বল্লিক পল্লিক মল্লিক ঝিল্লিক ভিল্লিক বর্গ বৃতে,
সিতকৃত ফুল্লি সমুল্ল সিতা রুণ তল্লজ পল্লব সল্ললিতে
জয় জয় হে মহিষাসুর মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে। ।।১১।।
অবিরল গণ্ড গলন-মদ মেদুর মত্ত মতঙ্গজ রাজপতে
ত্রিভুবন ভূষণ ভূত কলা নিধি রূপ পয়ো নিধি রাজসুতে,
অয়ি সুদতী জন লালস মানস মোহন মন ম্থো রাজসুতে
জয় জয় হে মহিষাসুর মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে। ।।১২।।
কমল দলা মল কোমল কান্তি কলা কলিতা মল ভাল লতে
সকল বিলাস কলা নিলয় ক্রম কেলি চলত কল হংসকুলে,
অলিকুল সংকুল কুবলয় মন্ডল মৌলি মিলৎ বকুলা লিকুলে
জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে। ।।১৩।।
কর মুরলী রব বী-জিত কূজিত লজ্জিত কোকিল মঞ্জু মতে
মিলিত পুলিন্দ মনোহর গুঞ্জিত রঞ্জিত শৈল নিকুঞ্জগতে,
নিজ গণ ভূত মহাশব রীগণ সদগুণ-সংভৃত কেলিতলে
জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে। ।।১৪।।
কটিতট পীত দুকূল বিচিত্র ময়ূখ তিরস্কৃত চন্দ্র রুচে
প্রণত সুরাসুর মৌলি মণিস্ফুর দংশুল সন্নথ চন্দ্র রুচে,
জিত কনকা চল মৌলি পদোর্জিত নির্ভর কুঞ্জর কুম্ভকুচে
জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে। ।।১৫।।
বিজিত সহস্র করৈক সহস্র করৈক সহস্র করৈ-কনুতে
কৃত সুরতারক সঙ্গর তারক সঙ্গর তারক সূনু সুতে।
সুরথ সমাধি সমান সমাধি সমাধি সমাধি সুজাত রতে
জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে। ।।১৬।।
পদকমলং করুণা নিলয়ে বরি বস্য়তি য়োনু দিনং ন শিবে
অয়ি কমলে কমলা নিলয়ে কমলা নিলয়ঃ স কথং ন ভবেত,
তব পদমেব পরম পদ-মিত্য়নু শী লয়তো মম কিং ন শিবে
জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে। ।।১৭।।
কন কল সত্কল-সিন্ধু জলৈ রনু সিঞ্জি নুতে গুণ রঙ্গ ভুবম
ভজতি স কিং নু শচী কুচ কুম্ভত তটী পরিরম্ভ সুখা নুভবম,
তব চরণং শরণং করবাণি নতা মরবাণি নিবাশি শিবম
জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে। ।।১৮।।
তব বিমলেন্দু কুলং বদ নেন্দু মলং সকলং ননু কূলয়তে
কিমু পুরুহূ..ত-পুরীং দুমুখী-সুমুখী ভিরসৌ-বিমুখী-ক্রিয়তে,
মম তু মতং শিবনাম-ধনে ভবতী-কৃপয়া কিমুত ক্রিয়তে
জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে। ।।১৯।।
অয়ি ময়ি দীন দয়ালু তয়া কৃপ য়ৈব ত্ব্যয়া ভবি তব্য় মুমে
অয়ি জগতো জননী কৃপয়াসি য়থাসি তথানু মিতাসি রতে,
য়দুচিত মত্র ভবত্য়ু ররী কুরুতা-দুরুতা পম পাকুরুতে
জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্য়কপর্দিনি শৈলসুতে ।। ২০।।
#nayanabhiram
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: