রাসমণির জামাতা মথুর বিশ্বাসের জন্মভিটা বিথারী।।Rashmoni's Jamata Mathur Biswas Was born in Bithari
Автор: Mihir Kumar Halder
Загружено: 2020-01-05
Просмотров: 294693
কল্যাণ কুমার বিশ্বাস হলেন মথুর মোহন বিশ্বাসের নিজ ভ্রাতা
প্রাণকান্ত বিশ্বাসের চতুর্থ পুরুষ এবং বর্তমানে বিথারী গ্রামেই
মথুর বাবুর পৈতৃক ভিটাতে বসবাস করেন। কল্যাণ বাবুর নিজ
বিবরণ থেকে জানা যায় যে, মথুর মোহন বিশ্বাসের পূর্বপুরুষ
“ দাসসিংহ “ পদবিধারী কায়স্থ ছিলেন এবং তাঁদের আদি
বাসস্থান ছিল বর্ধমান জেলার জৌগ্রাম-কুলীন গ্রামে। মথুর মোহন
বিশ্বাসের পিতার নাম শ্রী জয়নারায়ণ বিশ্বাস।
মথুর বাবুর পূর্বপুরুষদের বংশ তালিকাঃ-
যাদবেন্দ্র দাসসিংহ – দুর্গা দাসসিংহ – বিষ্ণু দাসহালদার – শ্রীহরি
দাস বিশ্বাস – রতিরাম বিশ্বাস – রাধাকান্ত বিশ্বাস – জয়নারায়ণ
বিশ্বাস। জয়নারায়ণ বিশ্বাসের পাঁচ ছেলে – ১। রামকৃষ্ণ বিশ্বাস
২। হরেকান্ত বিশ্বাস ৩। প্রাণকান্ত বিশ্বাস ৪। মধুসূদন বিশ্বাস
৫। মথুর মোহন বিশ্বাস।
শ্রীহরি বিশ্বাস(পূর্বে হালদার) নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের
পূর্বপুরুষদের অধীনে রাজ এস্টেটে মুন্সিনর কাজ অতি সততার সঙ্গে
পালন করায় এবং এই কাজে তাঁদের বিশ্বাস অর্জন করায়, সেই রাজ
বংশ থেকে শ্রীহরি হালদারে “ বিশ্বাস “ উপাধি দেওয়া হয়। সেই
থেকে পরবর্তী বংশধরগণও আজ অবধি ঐ “বিশ্বাস” উপাধি ব্যবহার
করেন। রাজা কৃষ্ণচন্দ্রের কাছ প্রাপ্ত বিথারী গ্রামের এক অংশে শ্রীহরি
বিশ্বাসই প্রথম বসতি স্থাপন করেন।
বিথারী গ্রাম নিবাসী মথুর মোহন বিশ্বাসের পিতা
শ্রীজয়নারায়ণ বিশ্বাস ছিলেন গাতিদার। তাঁর কোন জমিদারি ছিল না।
পরবর্তী কালে মথুর মোহন বিশ্বাস রাণী রাসমণির জামাতারূপে তাঁর
দ্বিতীয়া পত্নী শ্রীমতি জগদম্বার নামে বিথারীতে জমিদারি ক্রয় করে
নিজে জমিদার হন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: