মাওয়া ঘাটে গেলাম পদ্মার ইলিশ মাছ খেতে | Hilsha Fish Mawa | Winter Night Tour 2025 | Likely Brother
Автор: Likely Brother
Загружено: 2025-11-19
Просмотров: 21
মাওয়া ঘাটে গেলাম পদ্মার ইলিশ মাছ খেতে | Hilsha Fish Mawa Ghat | Winter Night Tour 2025 | Likely Brother
#মাওয়াঘাট #mawa #mawaferryghat #mawaghat #hilsharecipe #food #friendstour #viral #shortsfeed #2025 #vlogs #padmabridge #padmaghat
#dhakamawa
পদ্মা সেতুর পাশে মাওয়া ঘাটে, যেখানে আগে দক্ষিণঙ্গের মানুষেরা লঞ্চ স্টিমারে করে পদ্মা সেতু পারি দিত তার পাশে অনেকগুলো বাংলা খাবারের দোকান হয়েছে। সেখানে ইলিশ মাছের ভাজা পাওয়া যায়।
মাওয়া ফেরি ঘাট
মাওয়া ফেরি ঘাট (Mawa Feri Ghat) পর্যটকদের জন্যে নদী ভ্রমণ এবং ইলিশ ভোজন এর জন্যে জনপ্রিয় একটি জায়গা। মাওয়া ফেরি ঘাটের পাড়ে রয়েছে বেশকিছু খাবার হোটেল। দেশের বিভিন্ন স্থান থেকে ইলিশ খাওয়ার জন্য অনেকেই মাওয়া ঘাটে ছুটে আসেন। এখানকার মাছের বাজারে ইলিশ ছাড়াও অনেক বাহারি প্রজাতির তাজা মাছ পাওয়া যায়।
ঢাকার কাছে অবস্থান হওয়ায় চট করে পদ্মা পাড়ের এই মাওয়া ফেরি ঘাট হতে দিনে গিয়ে দিনেই ঘুরে আসা যায়। তাই একদিনের ভ্রমণ করার জায়গা হিশেবে অনেকের কাছে মাওয়া ঘাট অনেক জনপ্রিয় একটি স্থান। রুপালী জলের ঝিকিমিকি দেখতে দেখতে পাড় ধরে দূরে হেটে যাওয়া কিংবা পদ্মা পাড়ের শান্ত সবুজ গ্রামের যান্ত্রিকতা ও কোলাহল মুক্ত পরিবেশ আপনাকে আছন্ন করে রাখবে। নৌকায় ঘুরে দেখতে পারবেন পদ্মার বুকে সূর্যাস্তের দৃশ্য। তাছাড়া ধোঁয়া উঠা গরম ভাতের সাথে পদ্মার ইলিশের স্বাদ কি আর অন্য কিছুতে মেটানো সম্ভব! আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে পদ্মার বুকে ১৫০ টাকা ভাড়ায় স্পীড বোটে এপার থেকে ওপারে যেতে পারেন।
পদ্মা সেতু উদ্বোধনের পর মাওয়া ফেরি ঘাটের কর্মচাঞ্চল্য কমে গেলেও এটি এখনো পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত।
মাওয়া ঘাট যাওয়ার উপায়
ঢাকার গুলিস্তান ও যাত্রাবাড়ী থেকে বিআরটিসি, ইলিশ পরিবহন, বসুমতি পরিবহন, প্রচেষ্টা পরিবহন, স্বাধীন এক্সপ্রেস, ডি এম পরিবহন, আপন পরিবহন, হিমালয়, সময় ট্রান্সপোর্ট এর বাসে চড়ে সরাসরি মাওয়া ঘাটে যেতে পারবেন। এছাড়া মিরপুর ১০, ফার্মগেট, শাহবাগ থেকে ঢাকা মেট্রো ও স্বাধীন পরিবহণ মাওয়া ফেরি ঘাটের পথে যাত্রা করে।
কোথায় খাবেন
মাওয়া ঘাটেই রয়েছে অনেক খাবারের হোটেল। সব হোটেলেই ইলিশ ভাজা পাওয়া যায়। আপনি চাইলে নিজে দেখে শুনে ইলিশ কিনে নিয়ে ভেঁজে নিতে পারবেন। মাওয়া ঘাটে না খেয়ে চাইলে চলে যেতে পারেন পদ্মার ওপারে কাওড়াকান্দি ঘাটের কাছের হোটেলগুলোয়। খাবারের আরো স্বাদ বৃদ্ধির জন্য ভাতের সাথে ইলিশের ফেনা ওঠা গরম তেল আর শুকনা মরিচ মেখে নিতে পারেন। সাইজভেদে ইলিশ ভাজার দাম ৯০ থেকে ১২০ টাকা।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: