শিশুর জন্মগত বাঁকা পা (Club Foot) কি সোজা করা সম্ভব? চিকিৎসার গুরুত্ব এবং পদ্ধতি
Автор: Dr. Jillur Hasan Rony - Consultant, Orthopedic
Загружено: 2024-12-22
Просмотров: 24237
অনেক সময় জন্মগতভাবে শিশু বাঁকা পা নিয়ে জন্মায়, একে ক্লাব ফুট (Club Foot) বলে। এই রোগ মায়ের পেটে থাকা অবস্থায় ত্রুটির কারণে হতে পারে কিন্তু মায়ের কোন অসুস্থতার কারণে নয়।
বাচ্চার মা-বাবা সচেতন না হয়ে কবিরাজের কাছে যায়, পায়ে তেল মালিশ করে কিন্ত কোন ফল পায় না। অনেক সময় ১৫/২০ বছরের রোগী নিয়েও আসে। একে সারাতে হলে যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে, যত দ্রুত সম্ভব।
আমরা ৫টি প্লাস্টার করে থাকি, ৫ সপ্তাহ ধরে। এটি খুব অল্প দিনের চিকিৎসায় সেরে উঠে না। প্রায় ৪ বছর সময় ধরে চিকিৎসা চালিয়ে নিতে হয়, মাঝেমধ্যে কমবেশি হতে পারে।
আমরা বিভিন্ন নিয়ম মেনে চলতে বলি এবং প্লাস্টার শেষে বিশেষ ধরণের জুতা বানিয়ে পরতে দেই যা ৩ বছর পর্যন্ত পরতে হয়। এভাবে চিকিৎসার মাধ্যমে জন্মগত এই বাঁকা পা অনেকটাই সোজা হয়ে যায়, কিছু ক্ষেত্রে রোগী সম্পুর্ন সুস্থ হয়ে উঠে।
#Clubfoot #drjillurhasanrony #doctor #clubfoottreatment #PediatricOrthopedics #FootDeformity #PhysicalTherapy #DisabilityAwareness #ClubfootAwareness
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: