100% guarantee, will never be wasted.
Автор: BITEN WORK
Загружено: 2021-10-22
Просмотров: 315
বিভিন্ন ব্র্যান্ডের রাইস কুকার বিভিন্নজন ব্যবহার করে। কিন্তু বেশকিছু রাইস কুকার আছে, যেগুলোর সুইচ খুব তারাতাড়ি নষ্ট হয়ে যায়। এর ফলে রাইস কুকার টি অটোমেটিক অফ হয় না। সরাসরি চলতে থাকে, রান্নার বস্তু পুড়ে যায়, এমনকি রাইস কুকারের হিটার কয়েলটিও নষ্ট হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য আমি একটা ভিডিও তৈরি করেছি, যার নাম" 100% guarantee, will never be wasted."
আপনার রাইস কুকারে যখন এ ধরনের সমস্যা হয়, তখন রাইস কুকারটি খোলার পরে দেখা যায়, এতে ব্যবহার করা মাক্রোসুইচটি অতিরিক্ত হিট বা গরম হওয়ার কারণে গলে গিয়েছে। এই সমস্যা সমাধানের একটাই উপায়, মাইক্রোসুইচটি পরিবর্তন করা। এই সুইচটি পরিবর্তন করার কিছুদিন পরেই আবার এটি গলে যায়।
কেনো বারবার এভাবে সুইচটি গলে যায়?
আসলে ব্যাপারটি হচ্ছে, রাইস কুকারে রান্নার জন্য যে হিটার কয়েল টি ব্যবহার করা হয়, সে হিটার কয়েল টিতে যে পরিমাণ কারেন্ট বা এ্যম্পেয়ার খরচ হয়, সে পরিমাণ কারেন্ট এই মাইক্রোসুইচটি নিরাপদ ভাবে প্রবাহিত করতে পারে না।
এ জন্য এই সুইচ টি গরম হতে থাকে, আর কারেন্ট এর প্রবাহ কন্টিনিউস হওয়ার কারনে, সুইচটিও কন্টিনিউস গরম হতে থাকে। আস্তে আস্তে এর তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে একসময় সুইচটি নষ্ট হয়ে যায়।
এই সমস্যা পারমানেন্টলি সমাধানের জন্য আমি এই মাইক্রোসুইচ এর সাথে একটা ২২০ ভোল্টেজ এর একটি ৮ পিনের রিলে ব্যবহার করেছি।
ভিডিও তে দেখানো থিউরি অনুযায়ী সংযোগ করলে আমি আশা করি আপনার রাইস কুকার টি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর কখনোই সুইচের সমস্যা হবে না।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: