Praner Manush Dure (প্রাণের মানুষ দূরে)| Chorui Music |Bangla Adhyattik Gaan | Baul Folk Song 2026
Автор: CHORUI Music Bangla
Загружено: 2026-01-10
Просмотров: 1022
“প্রাণের মানুষ দূরে” একটি গভীর আধ্যাত্মিক বাউল ফোক গান।
এই গানটি মানুষের অন্তরের ভেতরের খোঁজ, বিচ্ছেদ ও আত্মিক ভালোবাসার কথা বলে।
এখানে প্রেম শুধু মানুষের নয়,
এখানে প্রেম আত্মা ও পরম সত্যের মাঝে।
🎵 Genre: Spiritual Baul Folk
🎶 Instruments: Ektara, Bamboo Flute, Dotara
🕊️ Theme: Adhyattik Biched, Praner Manush, Inner Journey
⏳ Mood: Deep, Emotional, Meditative
শুনুন, অনুভব করুন,
আর যদি গানটি আপনার মনে ছুঁয়ে যায়—
লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ 💛
#PranerManushDure #NewFolkGan #BengaliDevotionalSong #BengaliFolkSong #BanglaBaulSong #ChoruiMusic
#প্রাণেরমানুষ
#BaulSong
#BanglaFolkSong
#AdhyattikGaan
#GraminGaan
#BanglaBaul
#BanglaSoul
🎵 গানের নাম
“প্রাণের মানুষ দূরে”
এই দেহখানা মাটির ঘর রে,
ভাড়াটে আমি ক্ষণিকের,
কত সাধনায় তোরে খুঁজি
দিন যায় রাতের পর।
চোখে দেখি, ধরি না রে,
ছুঁইলেও ছোঁয়া হয় না,
নামটা শুধু মুখে ফেরে
কেন রে দেখা দেয় না?
পথে পথে ঘুরি রে আমি
সন্ন্যাসীর বেশ ধরে,
হাটে ঘাটে লোকের ভিড়ে
তোরে খুঁজি অন্তরে।
কেউ কয় তুই মসজিদে থাকিস,
কেউ কয় মন্দিরে,
আমি খুঁজি নিজের ভেতর
ভাঙা এই মনঘরে।
গুরু কয়—
“তুই বাইরে যাস কেন রে,
যারে খুঁজিস সারা জীবন
সে তো তোর নিশ্বাসে।”
তবু কেন মন মানে না রে,
চাই শুধু দেখা একবার,
দেখা না পেয়ে এই জীবন
হইলো রে ভার।
প্রাণের মানুষ দূরে থাকে রে,
ডাকে, তবু ধরা দেয় না,
নামে নামে জীবন কাটাই
রূপে তার দেখা পাই না।
প্রাণের মানুষ দূরে থাকে রে,
এই দুঃখ কারে কই,
দেহখানা নৌকা বানাই
মন মাঝি হই।
এই চোখ দিয়ে দেখার জিনিস
ও চোখে কি ধরা পড়ে,
যারে দেখতে চোখ বন্ধ লাগে
সে কি চোখে ধরা পড়ে?
ভালোবাসা মানুষে মানুষে
শেষে এসে যায়,
তোর ভালোবাসা বুক ভরাইলেও
কেন শূন্যতায় ভাসায়?
মায়ের কোল, প্রেমিকার আঁচল
সবই তোর ছায়া,
সব ভালোবাসার শেষে রে
তুই একা, নিরালা।
যেদিন বুঝলাম তুই আমিই,
সেদিন হারাইলাম আমি,
নিজেকে খুঁজতে গিয়াই রে
পাইলাম না দামী।
এই দেহ একদিন মাটিতে মিশবে,
মন যাবে কোন ঘরে,
যদি সেদিন ডাকিস রে
থাকিস কি কাছে ধরে?
প্রাণের মানুষ দূরে থাকে রে,
তবু ছেড়ে যায় না,
চাই না কিছু, চাই শুধু
শেষে যেন ভোলায় না।
প্রাণের মানুষ দূরে থাকে রে,
এই জীবন সাক্ষী রয়,
পাওয়ার আশায় হারিয়ে যাওয়া
এই কি প্রেম নয়?
যেদিন আর খুঁজবো না রে,
সেদিনই পাবো তোরে,
পাওয়ার লোভে হারাই যারে
সে থাকে ধরা না ধরে।
প্রাণের মানুষ দূরে থাকে রে,
এই কথাই সত্য সার,
হারিয়ে গিয়ে পাওয়াটাই রে
আধ্যাত্মিক ভালোবাসার দ্বার।
📌 Disclaimer | CHORUI Music Bangla
All songs, music, and audio content published on this channel are original productions of CHORUI Music Bangla.
All releases are officially published under the name CHORUI Music Bangla, and all rights are reserved.
Any unauthorized copying, re-uploading, or commercial use is strictly prohibited.
© CHORUI Music Bangla — All Rights Reserved
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: