পিপুল (Piper Longum) ও মাছ দিয়ে অসাধারণ একটি রেসিপি | ঔষধি গাছ
Автор: Cook with Sandhya
Загружено: 2024-02-06
Просмотров: 279
জানেন কি পিপুল গাছের ভেষজ গুনাগুন? শ্বাসকষ্ট, জ্বর, কুষ্ঠ , অর্শ, প্লীহা, আমবাত প্রতিরোধে ব্যবহৃত হয় পিপুল । পিপুলের মূলের ও ভেষজ গুণ বেশ। মূল মেদরোগ , কফ , শ্বাসকষ্ট নিবারণে ব্যবহৃত হয়। পরিমাণ মতো পিপুলের সাথে গুড় মিশিয়ে খেলে খাবারে অরুচি, অজীর্ণতে উপকারে লাগে।
পিপুলের শুকনা ফল, বল বৃদ্ধিকারক ও টনিক হিসাবে ব্যবহৃত হয়।ফুল এবং মূলে পুরাতন ব্রঙ্কাইটিস, কাশি এবং ঠান্ডাজনিত রোগের জন্য উপকারি হিসেবে ব্যবহৃত হয়।পিপুল পাতা মাছের ঝোলের সাথে রান্না করে খেলে কাশিতে উপকার পাওয়া যায়
মেদ বৃদ্ধিতে যারা কষ্টে থাকে তাদের জন্য ২৫০ মিলিগ্রাম পিপুল চূর্ণ, হাফ চা চামচ মধু, খাওয়ার ১৫ মিনিট আগে এক কাপ অল্প জলে মিশিয়ে মাস খানেক খেলে উপকার মেলে। পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে কাজে লাগে। বর্তমানে নিজেদের ফুলের বাগান বা অন্যান্য বাড়ির বাগানে লাগানো যেতে পারে এই পিপুলের গাছ। সামান্য পরিচর্যা তে চাষ করা যাবে পিপুলের। যা অত্যন্ত ভেষজ গুণসমৃদ্ধ।
#cooking #cookwithsandhya #new #healthy
Music:Achaidh Cheide
Musician:Kevin MacLeod
Site:https://filmmusic.io/
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: