Car washing Foam Tank - 85 Ltr Capacity
Автор: CSBD
Загружено: 2025-03-05
Просмотров: 413
আসসালামু আলাইকুম
পরিশ্রম ও ভালবাসা দিয়ে তৈরি।
বিশ্ব বিখ্যাত, সিএস ব্রান্ডের ফোম ওয়াশ মেশিন।ফোম ওয়াশ লিকুইড । অল্প লিকুইডে প্রচুর ফেনা তৈরি হয় আমাদের মেশিনটি 85 লিটারের। মাত্র 800 গ্রাম লিকুইডে 25 টি মোটরসাইকেল ওয়াশ করা যায়। আমাদের লিকুইড খার এসিড লবণ কোনটাই নাই। ত্বকের ক্ষতি করে না, মোটরসাইকেলের রংয়ের কোন ক্ষতি হয় না, মরিচা ধরে না বরং মরিচা ধরা রোধ করে, রঙের উজ্জ্বলতা দিনদিন বৃদ্ধি পায় রং এর স্থায়িত্ব বাড়ে। একটা বাইক ওয়াশ করতে সর্বোচ্চ কারেন্ট পানি ও লিকুইড মিলে 20 টাকা খরচ হয়, আপনার স্মার্ট বিজনেস এর জন্য সিএস ব্রান্ড একটি আদর্শ। তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। 01711180845 // 01611934071
সময় এখন CS ফোম লিকুইডের।
সবাই এখন সচেতন আর এই সচেতনতাই cs foam কে ছড়িয়ে দিচ্ছে সারাদেশে কারণ cs ফোমে কোন ক্ষার,ডিটারজেন্ট নেই বরং আছে মোমের প্রলেপ যা গাড়ির রংকে অটুট রাখার সাথে দেবে স্থায়িত্ব এবং দীর্ঘদিন জং-মরিচা মুক্ত রাখার নিশ্চয়তা।
তাই স্মার্ট হোন, স্মার্ট সিদ্ধান্ত নেন কি দিয়ে আপনার বাইক/কার ওয়াশ করাবেন
......................................
প্রত্যেক বাইকার তার নিজের বাইকটাকে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চায়। বাইক পরিষ্কারের একমাত্র সঠিক মাধ্যম হচ্ছে সিএস ফোম ওয়াশ,অত্যাধুনিক সিএস ফোম মেশিন ও ফোম লিকুইড দিয়ে বাইক ওয়াশ করালে ধুলাবালি জং এইগুলো ধরে না কারণ সি এস ফোম লিকুইড এ ক্ষার এসিড লবণ ডিটারজেন্টের কোন কিছুই নাই। আছে মোমের পালিশ তাই গাড়ি জং রোধ করে রঙের দীর্ঘায়িত্ব বাড়ে এবং গাড়িকে রাখে সর্বদাই মসৃণ এবং উজ্জ্বল। আশা করবো এখন থেকে আপনারা সবাই সি এস ফোম লিকুইড দিয়ে বাইক ওয়াশ করাবেন। যেখানে দেখবেন সিএস ফোম ওয়াশ করা হয় সেখানে আপনার বাইকটি ওয়াশ করাবেন তাহলে বাইকটা দীর্ঘদিন ভালো থাকবে। ধন্যবাদান্তে সিএস বিডি। সিএস বিডির প্রত্যেকটি পণ্য উন্নত মানের আমাদের পণ্য গুলো পেতে আজই যোগাযোগ করুন।
সিএস ফোম টাংকির বৈশিষ্ট্য
1 : সিএস আলট্রাটেক ফোম বুস্টার।
2 : 80 লিটার পানিতে 500 ML
সি এস ফোম লিকুইড ও
আলট্রাটেক ফোম বুস্টার এর
সমন্বয়ে তৈরি হয়
মাখন ফোম।
3 : 20 থেকে 25 টি মোটরসাইকেল
ওয়াশ করা যায়।
4 : সিএস আলট্রাটেক ফোম লিকুইড
ব্যবহারে পাচ্ছেন লাইফটাইম
ওয়ারেন্টি।
5 : 304 গ্রেট হাই থিকনেস 1.5MM এসএস
শিট দিয়ে তৈরি।
6 : ওভারলোডে টাংকি ফাটবে না।
7 : উন্নত মানের পিতলের বল ভাল্ব।
দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তায় সিএস আলট্রাটেক ফোম ট্যাংকি।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: