Pharmacy Management System ( Last Update : 22-09-2018)
Автор: Sonali IT
Загружено: 2018-09-22
Просмотров: 10107
সোনালী আইটি আপনাদের জন্য নিয়ে এলো ফার্মেসী ব্যবস্থাপনা সফটওয়্যার।
এতে আপনারা পাবেন :-
১. প্রতিদিনের স্টক রিপোর্ট।
২.প্রতিদিনের ক্রয় এবং বিক্রয় রিপোর্ট।
৩. প্রতিদিনের ঔষধের শর্ট লিস্ট রিপোর্ট।
৪.ডেইট এক্সপিয়ার হয়ার তিন মাস আগেই শর্ট লিস্ট রিপোর্ট।
৫. প্রতিদিনের ক্যাশ এবং ব্যাংক হিসাব।
৬. কাস্টমার এবং ডিলারদের বকেয়া হিসাবের রিপোর্ট।
৭. প্রতিদিনের খরচ হিসাব।
৮. প্রতি দিনের ও প্রতি মাসের লাভ ক্ষতি হিসাব সহ যে কোন নির্দিষ্ট সময়ের লাভ ক্ষতির হিসাব।
৯. দোকানে কত টাকার ঔষধের মজুদ আছে তার হিসাব।
১০. আপনাদের চাহিদা মত সব ধরনের রিপোর্ট ।
বিস্তারিত জানতে এবং ডেমো দেখতে যোগাযোগ করুন :
০১৬৭৮ ৮০১৭৮১
Sonali Software কেন ?
সহজ হিসাবরক্ষক পদ্ধতি ।
পণ্যের বর্ণনামূলক তালিকা ।
ক্রয় এবং বিক্রয়ের সম্পূর্ণ হিসাব ।
অর্থ প্রদান এবং সংগ্রহ (Payment & Collection)
চেক (Cheque) ব্যবস্থাপনা ।বিল এবং চালান (Billing and Invoicing)
জাবেদা এবং খতিয়ান (Jurnal and Ledger)বিস্তারিত আর্থিক বিবরণ (Financial Statements) ও বিশ্লেষণ
লেনদেন তথ্যের পূর্ণ নিরাপত্তা এবং বিশ্লেষণ ।তাৎক্ষনিক সিদ্ধান্ত নিতে সহায়ক ।
বৈশিষ্ট্যসমূহ :
1. তাৎক্ষনিক (Real Time) লাভ ক্ষতির হিসাব ।
2. এক ঝলকে নীট খতিয়ান (প্রদেয় এবং প্রাপ্য হিসাবের সমষ্টি) ।
3. সহজ গ্রাহক ব্যবস্থাপনা (Customer Management) এবং পর্যবেক্ষণ ।
4. চালান, সংগ্রহ, ক্রয় এবং বিল পরিশোধ করার সুযোগ ।
5. সমস্থ ব্যবসায়িক লেনদেনের সচিত্র (Graphical) উপস্থাপনা ও বিশ্লেষণ ।
6. পণ্যের ব্র্যান্ড , শ্রেণিবিভাগ এবং ক্রমিক নম্বর ভিত্তিক সচিত্র বর্ণনামূলক তালিকা প্রস্তুতকারক ।
7. লেনদেনের সুচারু ও সম্পূর্ণ আর্থিক (Financial) বিশ্লেষণ ।
8. চেক (Cheque) পরিচালন, পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা (Cheque ইস্যু ) ।
9. ফেরত এবং টাকায় পরিবর্তন ।
10. ওয়ারেন্টই এবং রিপ্লেসমেন্ট (বিক্রয় পরবর্তী সেবা সমূহ) সুবিধা ।
11. মূল্য সংযজন কর (Vat) এবং ক্রয় এবং বিক্রয় করের পরিপূর্ণ হিসাব ।
12. সাবলিল এবং ব্যবহার-বান্ধব (User Friendly)
13. প্রক্ত ও বিচ্যুতি বিশ্লেষণ সহ বাজেট ।
14. প্রমিত মানের নানাবিধ Repoting এবং বিশ্লেষণ ।
15. প্রতিদিনের বাবসায়িক কার্যক্রমে পর্যবেক্ষণ করার ব্যবস্থা ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: