তাহাজ্জুদ নামাজে এই আমল টি করলেই আপনার মনের আশা পূরণ হবে ইনশা-আল্লাহ |
Автор: Islamic Tune 2.0
Загружено: 2025-10-26
Просмотров: 54
তাহাজ্জুদ নামাজ ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ইবাদত। এটি আল্লাহর নিকটবর্তী হওয়ার শ্রেষ্ঠ মাধ্যম। কুরআনে আল্লাহ তায়ালা বলেন—
“আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ আদায় করো, এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত। তোমার প্রতিপালক তোমাকে এক মহিমান্বিত স্থানে প্রতিষ্ঠিত করবেন।”
📚 (সূরা আল-ইসরা ১৭:৭৯)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন —
“যখন বান্দা রাতে জেগে আল্লাহকে স্মরণ করে ও নামাজ পড়ে, তখন আল্লাহ তায়ালা তাঁর প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন।”
📖 (সহিহ মুসলিম)
তাহাজ্জুদ নামাজে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটি গুনাহ মোচনের, রিজিক বৃদ্ধির ও হৃদয় প্রশান্তির আমল
🕌 তাহাজ্জুদ নামাজের আমলসমূহঃ
1. গভীর রাতে ঘুম থেকে উঠে ২, ৪, ৬ বা ৮ রাকাত নামাজ পড়া।
2. আন্তরিক তাওবা ও দোয়া করা।
3. আল্লাহর জিকির ও ইস্তেগফার করা।
4. সূর্য ওঠার আগে দোয়া করা, কারণ এটি কবুলের সময়।
💫 তাহাজ্জুদের উপকারিতাঃ
গুনাহ মাফ হয় 🕋
রিজিক বৃদ্ধি পায় 💰
অন্তরে প্রশান্তি আসে ❤️
আল্লাহর নিকট মর্যাদা বৃদ্ধি পায় 🌙
#তাহাজ্জুদ #TahajjudNamaz #TahajjudPrayer #IslamicVideo #QuranAndHadith #Dua #Amol #IslamicTune #IslamicReminder #Allah #Hadith #Quran
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: