এসেছি যখন এতোদূর পথ ।। Mozammel Biswas ।। Eshechi jokhon etodur poth ।। মোজাম্মেল বিশ্বাস
Автор: Prio Nazrul
Загружено: 2025-11-03
Просмотров: 140
ফেরারি
মোজাম্মেল বিশ্বাস
এসেছি যখন এতোদূর পথ, ফিরে
যেতেই হবে কোনো একদিন আপন ঘরে
ফিরে যাওয়ায় তো যাপিত ইতিহাসের খসড়া।
অথচ মনোঘরে জমে ওঠা
এতো অনুভূতিপুঞ্জ এতো পথ ও মতের ছায়া।
অনুক্ষণ সংসারে
আলো-আঁধারের দ্বন্দ্ব লেগে থাকে।
তখন সঞ্চিত অনুভূতিরা
অযথা রোদেপুড়ে হাওয়া হয়ে যায় চিরকাল।
কালে কালে হারিয়ে যায় হাওয়ার জীবন,
আর অঙ্কুরহীন অনুভূতিরা মাটি হয়ে যায় অন্ধকারে।
এভাবে পোড় খাওয়া অগণন
ছায়ারা ঝুলতে থাকে নক্ষত্রের বিস্তীর্ণ আকাশে,
কিছু দেখা যায় অনুকরণে
অনেকেই লুকিয়ে থাকে মাটিহীন সুপ্ত হয়ে।
আর দিশেহীন ভবঘুরে পথিক
তার ইতিহাসের ঝোলা কাঁধে ভাবতে ভাবতে সন্ধ্যা।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: