নাহু ১১তম ব্যাচ | ক্লাস নং ০২ | মুরাক্কাব ও এর প্রকারসমূহ | المركب و أقسامه
Автор: Learn with Abdullah
Загружено: 2025-09-14
Просмотров: 156
নাহু ১১তম ব্যাচ | ক্লাস নং ০২ | মুরাক্কাব ও এর প্রকারসমূহ | المركب و أقسامه
----------------
দুই বা ততোধিক اسم মিলে যদি কোন অর্থ প্রকাশ করে, তাহলে তাকে المُرَكَّبُ বলে।
المُرَكَّبُ -এর প্রকারভেদ : المُرَكَّبُ দুই প্রকার
المُرَكَّبُ الْمُفيْد
الْمُرَكَّبُ غَيْرُ الْمُفِيدِ
الْمُرَكَّبُ الْمُفيد এর পরিচয়: অর্থবহ পূর্ণ বাক্যকে المُرَكَّبُ المُفِیْدُ বলে।
আরেক ভাবে বলা যায়, مُرَكَّبُ مُفِيدِঐ مُرَكَّبُ কে বলে, যে সংবাদ বা বিষয় বক্তা কোনো কথা বলার পর শ্রোতার বুঝে আসে।
এর অপর নাম الْجُمْلَةُ এবং الْكَلَامُ আল-কালাম।
যেমন- زَيْدٌ قَائِمٌ যায়েদ দণ্ডায়মান
বাংলায় এটাকে বাক্য এবং ইংরেজিতে Sentence বলে।
المُرَكَّبُ غَيْرُ الْمُفِيدِ এর পরিচয়: অসম্পূর্ণ বাক্যকে المُرَكَّبُ غَيْرُ الْمُفِيدِ বলে।
আরেক ভাবে বলা যায়, المُرَكَّبُ غَيْرُ المُفِيدِঐ المُرَكَّبُ কে বলে, যে সংবাদ বা বিষয় বক্তা কোনো কথা বলার পর শ্রোতার বুঝে আসে না ।
যেমন- كِتَابُ زَيْدٍ যায়েদের বই। কারণ এতে কোনো বিষয় পূর্ণাঙ্গভাবে বুঝে আসেনি, বরং প্রশ্ন জাগে যায়েদের বই সম্পর্কে আরো জানার।
তাই كِتَابُ زَيْدٍ কথাটি المُرَكَّبُ غَيْرُ المُفِيد
এ ভিডিওতে আমরা সহজে মুরাক্কাব নিয়ে সহজে বিভিন্ন বিষয় জানতে পারবো। আল্লাহ্ তায়ালা আমাদের জন্য আরবি ব্যাকরণকে সহজ করুন।
#learn with abdullah, #learn with,abdullah,الكلمة,الحروف الهجائية,الحروف العلة,#الحروف الصحيحة,الاسم,الفعل,#الحرف, #علاماة الاسم, #علامة الفعل, #علامة الحرف, #الحروف_الشمسية,الحروف القمرية ,#النحو, #قواعد اللغة العربية ,#علم النحو,arabic grammar,arabic, #grammar,
#আরবি ব্যাহকণ, #ব্যাকরণ, #নাহু, #ইলমে_নাহু, #কালিমা, #ইসম, #ফেল, #হরফ, #কালিমার প্রকারভেদ,আরবি ব্যাকরণ,আরবি গ্রামার,এরাবিক গ্রামার,দাখিল আরবি ২য়, #আরবি ২য়, #আরবি প্রভাষক,সহকারী মৌলভী,আরবি গ্রামার শিখবো,কিভাবে নাহু, #হেদায়াতুন্নাহু
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: