Скачать
চলে এসো আজ এ রাতে প্রিয়তমা | Cover Song |Guitar and Vocal Version
Автор: Doesn't Matter
Загружено: 2025-10-05
Просмотров: 38
Описание:
প্রিয়তমা বাংলা গান রূপঙ্কর বাগচী
চলে এসো আজ এ রাতে
ভালোবাসো তুমি আমায়
তুমি ছাড়া অসহায়, প্রিয়তমা
এ গানেরই পথ ঘুরছে
এলোমেলো তোমায় খুঁজছে
এ সুর তোমার চারিদিক, প্রিয়তমা
এ গানেরই পথ ঘুরছে
এলোমেলো তোমায় খুঁজছে
এ সুর তোমার চারিদিক, প্রিয়তমা
বইছে জীবন, বেঁচে নাও
বেঁচে নিতে দাও আমায়
তোমার এ মন ছায়ায়, প্রিয়তমা
চলে এসো আজ এ রাতে
চলে এসো আমার সাথে, প্রিয়তমা
আজ যেন ভেসে যাই
তুলো মেঘের ধার ঘেঁষে
তোমার কথা তোমায়
বলছি শোনো তুমি
চলে এসো আজ এ রাতে
চলে এসো আমার সাথে, প্রিয়তমা
প্রিয়তমা

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: