অবশেষে_সন্ধি_হলো || Heart touching story
Автор: Bangla Short Story
Загружено: 2025-11-26
Просмотров: 1711
পরিপাটি হয়ে বাসা থেকে বের হয়েছে মেয়েটি। উদ্দেশ্য স্টুডেন্টের বাসা।মাকে বিদায় দিয়ে পাঁচ তলা থেকে সিড়ি বেয়ে নামছে।সিড়ি অতিক্রম করে তিন তলা অবধি আসার পর হঠাৎ থেমে গেলো।মনে মনে দোয়া দরুদ পড়ে নিজেকে তৈরি করলো।সাইড ব্যাগ খামচে ধরে কোনদিকে না তাকিয়ে দ্রুত গতিতে তিন তলার সিড়ি বেয়ে নেমে যাচ্ছে।তার কাছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তিন তলা অতিক্রম করা। কিন্তু ভাগ্য তাকে বুড়ো আঙুল দেখি মুখ ফিরিয়ে নিল।
"মিস উর্মি।"
পুরুষালী ভরাট কন্ঠের ডাকে উর্মির দ্রুত গতিতে চলমান পা জোড়া থেমে গেলো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো,ফর্সা হাতের মুঠো হয়ে গেল শক্ত। ফোঁস করে শ্বাস ছেড়ে পিছু ফিরে তাকালো। মুখোবয়ব স্বাভাবিক রেখে ছোট জবাবে বলল,"জ্বী?"
গল্প #অবশেষে_সন্ধি_হলো
লেখিকা:ইনায়া আমরিন
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: