কল্প ঘর: দূরত্বের মাঝে নৈকট্যের আর্কিটেকচার
Автор: DHAKA DESIGNER
Загружено: 2025-06-04
Просмотров: 146
সকালের ব্যস্ততার মাঝে ফোনটা বেজে উঠল। অপরিচিত নম্বর। রিসিভ করতেই শুনলাম খাঁটি সিলেটি টান। "আমি আর আমার ভাইয়েরা মিলে একটা বাড়ি বানাতে চাই।"
সাধারণ একটা রিকোয়েস্ট মনে হলেও, গল্পটা ছিল অন্যরকম।
ভদ্রলোকের পরিবারের গল্পটা অনেকটা আমাদের সবার মতো। চার ভাই, চারটি আলাদা দেশে। আমেরিকা, লন্ডন, মধ্যপ্রাচ্য আর সিলেট। ক্যারিয়ার, সংসার, দায়িত্ব - সব মিলিয়ে একসাথে সময় কাটানো যেন দুষ্কর হয়ে গেছে।
"বছরে একবার হলেও যদি আমরা সবাই একসাথে থাকতে পারি," - এই সহজ চাওয়াটাই হয়ে উঠেছিল তাদের প্রধান স্বপ্ন।
ব্রিফটা স্পষ্ট ছিল:
বাড়িটা দেখতে হবে আধুনিক
কিন্তু ভেতরে ঢুকলেই যেন মনে হয় নিজের দেশ, নিজের মানুষ
বিয়ানীবাজারের খাসা উপজেলা। সিলেট শহর থেকে ৫০ কিলোমিটার দূরত্ব। একটা টিলার চূড়ায় দাঁড়িয়ে আছে আমাদের সাইট।
চারদিকে সবুজ প্রকৃতি। ঢালু জমি নিচের দিকে নেমে গেছে। বর্ষায় পানি গড়িয়ে পড়ে। শহরের কোলাহল থেকে অনেক দূরে - যেন এক টুকরো নির্জনতা।
এই জায়গাটাই পারফেক্ট ছিল তাদের স্বপ্নের জন্য।
রিমোট লোকেশনে কাজ করা সহজ ছিল না। ম্যাটেরিয়াল ট্রান্সপোর্ট, লোকাল লেবার ম্যানেজমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল - সবকিছুতেই এক্সট্রা অ্যাটেনশন দিতে হয়েছে।
কিন্তু ক্লায়েন্টের ভিশন আর আমাদের টিমওয়ার্ক মিলে সব চ্যালেঞ্জ পার করে এসেছি।
আজ হাতে চাবি। কল্পঘর তৈরি।
কল্পঘরের বারান্দায় দাঁড়িয়ে দেখি - এটা শুধু একটা বিল্ডিং না। এটা একটা পরিবারের স্মৃতি, আবেগ, আর একসাথে থাকার আকাঙ্ক্ষার ফিজিক্যাল রূপ।
এই বাড়িতে এখন হবে বছরের সেই বিশেষ রিইউনিয়ন। চা, আড্ডা, গল্প, হাসি - সবকিছু মিলে একটা পারফেক্ট পারিবারিক অভিজ্ঞতা।
আর্কিটেকচার শুধু স্পেস ডিজাইন করে না। এটা মানুষের আবেগ, স্বপ্ন আর সম্পর্কের জন্য জায়গা তৈরি করে। কল্পঘর ঠিক সেরকমই একটা প্রজেক্ট - যেখানে দূরত্ব হেরে যায় ভালোবাসার কাছে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: