দীর্ঘমেয়াদী কাশি | ডা. আহমেদ ইমরান কবির
Автор: Bhairab United Hospital
Загружено: 2025-08-08
Просмотров: 10
দীর্ঘমেয়াদী কাশি সাধারণত এমন একটি অবস্থা যা তিন সপ্তাহ বা তার বেশি সময় ধরে চলতে থাকে এবং শরীরের কোনো গুরুতর অসুস্থতার ইঙ্গিত দিয়ে থাকে। হাঁপানি, ব্রঙ্কাইটিস, যক্ষ্মা (টিউবারকুলোসিস), ফুসফুসের সংক্রমণ এমনকি ফুসফুসের ক্যান্সারও এরূপ অবস্থার প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ হতে পারে। অনেক সময় অ্যালার্জি বা ধূমপানের কারণেও দীর্ঘমেয়াদী কাশি দেখা দেয়। যদি কাশির সঙ্গে রক্ত আসা, শরীরের ওজন কমে যাওয়া, জ্বর বা বুকে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়, তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ, শুধু ওষুধ নয়—সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমেই এই সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
মেডিসিন, ডায়াবেটিস ও বক্ষ ব্যাধি সম্পর্কিত যে কোন রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ ডা. আহমেদ ইমরান কবির প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রোগী দেখছেন ভৈরব ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড অর্থোপেডিক্স সেন্টারে।
আপনার স্বাস্থ্য জটিলতার নির্ভুল সমাধানে, সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে—আমরা আছি আপনার পাশে।
📍 ঠিকানা: ভৈরব ইউনাইটেড হাসপাতাল এন্ড অর্থোপেডিক্স সেন্টার,
কমলপুর ঈদগাহ্ রোড, ভাই ভাই পেট্রোল পাম্প সংলগ্ন, ভৈরব, কিশোরগঞ্জ।
📞 সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
০১৭১৯-৭২৩৪০০, ০১৭১২-৫৭৬১০৩, ০১৬৩৯-৪০৯১৩০
#VairabUnitedHospital #healthcare #health
#coughremedy #healthylifestyle
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: