Sedin chader alo cheye chilo jante॥ সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে॥ শ্রদ্ধেয় অখিল বন্ধু ঘোষের গান॥
Автор: Piali Bhattacharjee
Загружено: 2025-12-05
Просмотров: 72
Sedin chader alo cheye chilo jante॥ সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে॥ শ্রদ্ধেয় অখিল বন্ধু ঘোষের গান
Lyricist : Pulak Bandopadhyay
Musician : Pulak Bandopadhyay
Artist : Akhil bondhu ghosh
Vocal : @pialibhattacharjee
Tabla : @tablabikashbasu4874
সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে
ওর চেয়ে সুন্দর কেউ আছে কী
আমি তোমার কথা বলেছি।
রূপসী বিজলী লতা পারেনি তা মানতে।
বলেছিল এ চমক কারো আছে কী
আমি তোমার কথা বলেছি।
তাঁরার বাসর থেকে একটি প্রদীপ নেমে এসে।
বলেছিল করুনায় হেসে
এতো খুশি ছড়ায়ে কী অসীমের প্রান্তে
এতো হাসি কোনদিন কারো আছে কী
আমি তোমার কথা বলেছি।
এ শুধু বলার ভুল
কানাকানি করেছিল কাকলি
আমি শুধু বলে গেছি
মেনে নাও তোমাদের যা বলি।
ফাগুনকুঞ্জ থেকে একটি পলাশ ঝরে পড়ে।
বলেছিল উপাহাস করে
কে পেরেছে এতো রঙ এ জীবনে আনতে
এতো রূপ কোনদিন কারো আছে কী
আমি তোমার কথা বলেছি।।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: