নেইমারের নেতৃত্বে বিশ্বকাপ জিতবে ব্রাজিল | FIFA WORLD CUP 2026 | BRAZIL | Neymar
Автор: A SPORTS BD
Загружено: 2025-12-09
Просмотров: 938
বিশ্বকাপে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বফুটবলে আধিপত্য বিস্তার করা সেলসাওদের গৌরব অনেকটা অস্তগামী। বর্তমান সময়ে হলুদ জার্সিধারীরা উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই বললেই চলে। তবে কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর নতুন স্বপ্ন দেখছে ব্রাজিল। তারমধ্যে একটি অলৌকিক সূত্র বলছে, নেইমারের নেতৃত্বে হয়তো এবার বিশ্বকাপ জিতবে ব্রাজিল
লাতিন আমেরিকার দেশটি ২০২৬ বিশ্বকাপে তুলনামূলক কঠিন প্রতিপক্ষ পেয়েছে। ‘সি’ গ্রুপে পাঁচবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরোক্কো, স্কটল্যান্ড ও হাইতি।
ব্রাজিলের হেক্সা মিশনে নেইমারকে লাগবেই:
বিশ্বকাপ জয় পেতে প্রত্যেক দলের একজন স্টার প্রয়োজন। পেলে, ম্যারাডোনা, মেসি, এমবাপে— যাদের হাত ধরে বিশ্বকাপ জিতেছিল দল।
ব্রাজিলের সেটা কে আছে? বলুন তো
দলে রাফিনিয়া আছেন, আছেন ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভাও, জোয়াও পেদ্রো, আছেন রদ্রিগো।
গোলবারের অতন্দ্রপ্রহরী হিসেবে আছেন এদেরসনের মতো নামি মুখ।
তবে নেইমার জুনিয়রকে ছাড়া জমবেই না। কারণ, নেইমার মানেই এক্সর্টা ক্রেইজ। সবশেষ সান্তোসের হয়ে আধা ফিট নেইমার যে খেলা দেখিয়েছিন, পুরো ফিন হলে তিনি কি করতে পারবেন? ভাবা যায়?
বিশ্বকাপে সি গ্রুপ নিয়ে দারুণ তথ্য:
১৯৯৮ সালে ব্রাজিল-মরোক্কো ও স্কটল্যান্ড একই গ্রুপে ছিল। এবারও তেমনটাই হয়েছে।
গ্রুপ সি:
গ্রুপ ‘সি’ থেকে লাস্ট দুই বছর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৮ সালে ফ্রান্স ছিল সি গ্রুপে। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা ছিল সি গ্রুপে।
দল হিসেবে কেমন মরক্কো ও স্কটল্যান্ড:
মরোক্কোর বিপক্ষে ব্রাজিল সবশেষ ম্যাচ হেরেছে। স্কটল্যান্ড ৮টা বার বিশ্বকাপে উঠেছে। একবারও গ্রুপ পর্ব পার হতে পারেনি। মরোক্কো সবচেয়ে বড় শক্তিশালী। গতবারের রানারআপ।
গ্রুপের চতুর্থ দলটি হাইতি। দলটির বিশ্বকাপ ইতিহাস খুব বেশি সমৃদ্ধ নয়।
ব্রাজিল দল নিয়ে কোচ আনচেলত্তির হুংকার
কালো আনচেলত্তি বলেছেন, তিনি নেইমারকে চান। তবে ফিট চান নেইমারকে। ৯০ পার্সেন্ট ফিট না হলেও তাকে নেবেন না তিনি।
বিশ্বকাপে ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ কারা:
বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। ২৮ বছর পর প্রথমবার বিশ্বকাপে উঠেছে স্কটল্যান্ড। আগামী ১৯ জুন শুক্রবার বোস্টন অথবা ফিলাডেলফিয়ায় মরক্কোর মুখোমুখি হবে তারা। এরপর ব্রাজিলের বিপক্ষে তাদের ম্যাচ হবে ২৪ জুন, আটলান্টা অথবা মিয়ামিতে। আসন্ন বিশ্বকাপে এটিই হবে সেলেসাওদের প্রথম ম্যাচ। এই গ্রুপের চতুর্থ দল হাইতি।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: