আকরাম ভাই কেন ব্যর্থ হলেন গয়াল নিতে? দাম শুনে সরাসরি শক! 🔥 | Shocking Goyal Price Update 2025
Автор: Pura Bangla
Загружено: 2025-11-20
Просмотров: 37369
Shocking Goyal Price Update 2025 —
আজ আকরাম ভাই গেলেন নেত্রকোনা কেন্দুয়া সিরাজ ভাইয়ের আমন্ত্রণে বিশাল গয়াল দেখতে। নতুন খামারী সিরাজ ভাই নিজের শখে প্রায় ৩৯টি দেশি ষাঁড়-মাইল গয়াল এনেছেন। খাবার খরচ বেশি হওয়ায় চাইলেন ৩ লাখ টাকা!
ঢাকা থেকে এত দূরে এসে এমন দাম শুনে আকরাম ভাই সত্যিই হতবাক! তিনি সর্বোচ্চ বললেন ১ লাখ ৬০ হাজার, কিন্তু আকাশ–পাতাল দামের জন্য শেষমেশ খালি হাতেই ফিরতে হলো।
সিরাজ ভাইয়ের আরও ফাইটার গরু আছে যেটা তিনি ২ লাখে কিনেছেন, বাড়িতে গরুর খামার, মাছ চাষ—সবই নিজে পরিচালনা করেন।
👉 এই ভিডিওতে পুরো দরদাম, রিয়েকশন, দাম তুলনা, গয়ালের অবস্থা—সবকিছু বিস্তারিত দেখানো হয়েছে।
👉 বাংলাদেশের গয়াল মার্কেটে দাম এতটা ভিন্ন কেন—তার কারনও আলোচনা করা হয়েছে।
Pura Bangla — Real Market Stories, Real Cattle Prices
📢 DISCLAIMER | দায়িত্ব অস্বীকার ঘোষণা
⚠️ এই ভিডিওটি কেবলমাত্র তথ্যভিত্তিক, শিক্ষামূলক এবং সাংবাদিকতামূলক উদ্দেশ্যে তৈরি ও প্রকাশ করা হয়েছে। এখানে প্রদর্শিত কোনো গালিগালাজ, রক্তপাত, তামাকজাত দ্রব্য বা হিংসাত্মক দৃশ্য শুধুমাত্র বাস্তব ঘটনার প্রতিবেদন হিসেবে তুলে ধরা হয়েছে — এই চ্যানেলের উদ্দেশ্য কাউকে আঘাত করা, হেয় করা বা অশালীনতা প্রচার নয়।
🔞 এই ভিডিওটি শিশুদের জন্য নয়। এতে প্রদর্শিত ঘটনাগুলি বাংলাদেশের গ্রামীণ পশুহাট ও মাংস শিল্পের বাস্তবতা তুলে ধরতে চিত্রায়িত হয়েছে। সমস্ত কনটেন্ট ইউটিউবের কমিউনিটি গাইডলাইন অনুসরণ করেই প্রকাশিত হয়েছে।
🛑 আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব, সংস্কৃতি বা আইনের পরিপন্থী কোনো কনটেন্ট কখনো প্রকাশ করি না। যদি ভুলবশত এমন কিছু প্রকাশিত হয়, আমরা দায় স্বীকার করে তা অবিলম্বে মুছে ফেলব এবং সংশোধন করব। অনুগ্রহ করে এমন কিছু দেখলে আমাদের জানান 👉 [email protected]
📌 যদি আপনার বয়স ১৮ বছরের কম হয়, অনুগ্রহ করে এই ভিডিওটি দেখা থেকে বিরত থাকুন।
✅ #Educational #Informational #BangladeshLivestock #PuraBangla
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: