Eid jammat 2025, Hallen Stadion, Zürich, Switzerland
Автор: Baki Ullah Switzerland
Загружено: 2025-03-31
Просмотров: 375
সুইজারল্যান্ডের জুরিখে মুসলীম সম্প্রদায়ের সব চেয়ে বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় অরলিকনের হালেন স্টাডিয়নে।নামি দামী ইনডোর হলে মুসলমানদের ইতিহাসে প্রথম ঈদ জামাত এটি। একদিনে হলের ভাড়া গুনতে হয় প্রায় দেড় কোটি টাকা।পর পর তিনটি জামায়াতে জুরিখ সহ আশপাশের অন্যন্যদেশের মুসলিমদের সাথে এখানে প্রবাসী বাংলাদেশী ধর্মপ্রান মুসলমানেরাও নামাজে অংশ গ্রহন করতে পেরে বেজায় খুশি তারা।তারা তাদের বিশেষ অনুভূতি প্রকাশ করতে গিয়ে অনেকে এই জামায়াতকে মক্কার আদলে দেখছিলেন।উপস্থিত ১২ হাজারের বেশী মুসলমানদের মধ্যে নারীরা ছিলেন অর্ধেকেরও বেশী।সুইজারল্যান্ডের নতুন আইন অনুসারে মুখমন্ডল পুরোপুরি আবৃত করা কাউকে এই জামাতে অংশ গ্রহন করতে দেয়া হয়নি এবং দেখা ও যায়নি। ঈদের জামায়াত অনুষ্ঠানটি সুইজ টেলিভিশন এসআরএফ এ সরাসরি সম্প্রচারিত হয়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: