রহস্যময় বস্তাল এক্সপ্রেস নৌকায় বিশেষ চাকা লাগিয়ে স্থল পথে বাড়ী ফিরছে || কেমন ছিলো বিজয়ের আনন্দ ?
Автор: Krisan Tv © কৃষাণ টিভি
Загружено: 2025-10-30
Просмотров: 2755
রহস্যময় বস্তাল এক্সপ্রেস নৌকায় বিশেষ চাকা লাগিয়ে স্থল পথে বাড়ী ফিরছে || কেমন ছিলো বিজয়ের আনন্দ ?
বস্তাল... নামের সাথেই ঐক্য আর দৃঢ়তার প্রতীক!
বন্ধুরা, আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন এই গ্রামেরই সেই অপ্রতিরোধ্য বস্তাল একতা এক্সপ্রেস নৌকাটিকে—যে নৌকা এবছর প্রতিটি প্রতিযোগিতায় ছিলো বিজয়ের পর বিজয়ী!
আজ সেই নৌকা ফিরছে আপন নীড়ে।
কিন্তু এই ফেরা কোনো সাধারণ ফেরা নয়—
এ যেন এক বিজয়ীর ঘরে ফেরা!
দেখুন... বিশেষ চাকা গাড়ি থেকে নামানো হচ্ছে একে একে তিন-চার জোড়া চাকা,
বস্তালের মাঝি-মাল্লারা হাত ধরাধরি করে তা নামিয়ে নিচ্ছে পানিতে।
এদিকে খবর পেয়ে গ্রামবাসী ভ্যান পার্টি সহ সবাই ছুটে এসেছে নগরবাড়ী পোর্টে।
উল্লাসে মুখরিত চারদিক,
তাদের চিৎকার, হাসি আর বিজয়ের স্লোগানে কাঁপছে বাতাস!
পথচারীরা অবাক হয়ে জিজ্ঞেস করছে,
—“কি হচ্ছে এখানে?”
তারা গর্বভরে উত্তর দিচ্ছে,
—“এই সেই বস্তাল একতা এক্সপ্রেস, যে নৌকাকে কেউ হারাতে পারেনি!”
#এবছরের_চ্যাম্পিয়ন_নৌকা
#বস্তাল_একতা_এক্সপ্রেস
#বীরের_সাঁজে_বাড়ি_ফিরছে
#কৃষাণ_টিভি_নৌকা_বাইচ_২০২৫
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: