সূর্যাস্তের রঙে সমুদ্র ভ্রমণ যেন অ্যাডভেঞ্চারের নতুন ঠিকানা । বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত
Автор: Rashedul Islam Uzzal
Загружено: 2025-09-25
Просмотров: 438
সীতাকুণ্ডের বাশবারিয়া সি-বিচ চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় ভ্রমণস্থল। এটি মূলত বাশবারিয়া ইউনিয়নের উপকূলে অবস্থিত, যেখানে সমুদ্রের ঢেউ আর আকাশের অপরূপ সৌন্দর্য ভ্রমণপিপাসুদের মুগ্ধ করে।
এখানে বিশেষভাবে চোখে পড়ে সমুদ্রের বুক চিরে তৈরি করা লম্বা একটি জেটি বা কাঠের সেতু। সেই সেতুর উপর দাঁড়িয়ে সমুদ্রের বুকে হাঁটার এক ভিন্ন অনুভূতি পাওয়া যায়। সূর্যাস্তের সময় এ জায়গাটি যেন এক স্বপ্নপুরী হয়ে ওঠে।
স্থানীয় ও দূর-দূরান্ত থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে। সাগরের নোনা হাওয়া, দূরে পাহাড়ের ছায়া আর নিরিবিলি পরিবেশ—সব মিলিয়ে বাশবারিয়া বিচ প্রকৃতি ও শান্তিপ্রেমীদের কাছে দারুণ আকর্ষণীয় একটি জায়গা।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: