মাহারিন কি শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হবে! তার বাবার কি অবাধ্য হবে নাকি পালিয়ে যাবে দেখুন...
Автор: RS Love Diary
Загружено: 2025-04-23
Просмотров: 19546
মাহারিন কি শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হবে! তার বাবার কি অবাধ্য হবে নাকি পালিয়ে যাবে দেখুন...
মায়াতলীর মোড়ে❤️
মাহারিন প্রথমে ঘুরবে না বললেও তাহমিদ মাহারিনের কাঁধের ব্যাগ টেনে ঘুরতে নিয়ে যায়। মাহারিন শুরুতে রাগ দেখালেও এখন তার ঘুরতে মন্দ লাগছে না। শপিংমলটা ভীষণ বড়ো। সারিবদ্ধ একেকটা শো-রুমে নজর বুলাচ্ছে সে। মাহারিন যখন বিভিন্ন জিনিসে মগ্ন, তখন এক জোড়া চোখ সব ছেড়ে তাকেই দেখতে ব্যস্ত। তাহমিদ হঠাৎ বলল,
--"আইসক্রিম খাবেন?"
মাহারিন বারণ করলো না, কেউ আইসক্রিম সাধলে বারণ করতে নেই। তাহমিদ তাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে গেল এক তুর্কিশ আইসক্রিম জোনে। ওখানে আইসক্রিম বিক্রেতা নানান ছল করে আইসক্রিম নিয়ে। মাহারিনের ফুরফুরে মেজাজ মুহূর্তেই গোমড়া হয়ে যায়। সে তো ভুলেই গিয়েছিল, তাহমিদ সোজা কথার মানুষ না। এজন্য আইসক্রিমও খাওয়াতে নিয়ে এলো ত্যাড়াব্যাঁকা ছলে। যখনই মাহারিন আইসক্রিম ধরতে যাচ্ছে তখনই বিক্রেতা ফট করে সরিয়ে ফেলছে আইসক্রিমটা, আবার হাতে দিলেও সেটা আবার নিয়ে নিচ্ছে। মাহারিন নাক ফুলিয়ে কোনো ছলেই আর হাত বাড়ালো না। উলটো গরম চোখে তাহমিদের দিকে তাকালো। তাহমিদ কোনোরকমে হাসি থামিয়ে বিক্রেতার উদ্দেশে বলল,
--"বেগম রেগে যাচ্ছে ভাই, দিয়ে দেন।"
বিক্রেতা ছেলেটা প্রাণবন্ত। সেও মুচকি হেসে কোণটা টিস্যুতে জড়িয়ে মাহারিনের সম্মুখে ধরলো। মাহারিন সেটা নিতেই তাহমিদ পেমেন্ট করে দিলো। পরপর নিজেও প্যাকেটজাত এক কোণ নিয়ে নিলো। মাহারিন তখনো চুপ করে ফুঁসছে। তাহমিদ নিজের আইসক্রিমটা মাহারিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল,
--"আমার আইসক্রিমের প্যাকেটটা খুলে দিন তো!"
তাহমিদের এমন সরল গলা শুনে মাহারিনের রাগ কোথায় যেন উবে গেল। মাহারিন ঘাড় বাঁকিয়ে তাকালো মানুষটার দিকে। নেভি ব্লু শার্ট পরেছে, কী দারুণ মানিয়েছে লোকটাকে। পরপর মাহারিনের মনে পড়ল তাহমিদ তখন তাকে বেগম ডেকেছে। "বেগম" ডাকটা কানে ধাক্কা খেতেই মাহারিন থ বনে যায়। তাহমিদের হাত থেকে কোণটা নিয়ে উপরের কাগজ ছিঁড়ে দিলো। তাহমিদ সেটা নিয়ে থ্যাঙ্ক ইউ জানাতেই মাহারিন অন্যদিকে তাকিয়ে আইসক্রিম খেতে লাগলো। এখন তার কেন যেন তাহমিদের সঙ্গ ভালো লাগছে। তাহমিদ হঠাৎ বলল,
--"তোমার এত রাগ কেন?"
মাহারিন অন্যমনস্ক হয়ে জবাব দিলো,
--"আপনি ত্যাড়া বলে, তাই।"
তাহমিদ ঠোঁট টিপে হেসে বলল,
--"এর মানে বিয়েতে তুমি রাজি?"
মাহারিন চট করে তাহমিদের দিকে চেয়ে অপ্রস্তুত গলায় বলল, "একদম না।"
এমন সময়ই তাদের পথ আগলে দাঁড়ালো সেই ছেলেটা, যে মাহারিনকে কিছুদিন আগেই প্রপোজ করেছিল। ছেলেটার প্রতি মাহারিনের চাপা রাগ মাথায় নাড়াচাড়া দিয়ে উঠলো সহসা। ছেলেটা হেসে মাহারিনকে বলল,
--"হাই মাহারিন।"
মাহারিন চট করে তাহমিদের বাহু আগলে মুখে চওড়া হাসি টেনে বলল,
--"হাই, কেমন আছ?"
ছেলেটা মাহারিনের এমন কাণ্ডে থতমত খেলো। সে একবার মাহারিনের দিকে তো আরেকবার তাহমিদের দিকে তাকাচ্ছে। নজর বুঝতে পেতে মাহারিন হাসি-মুখেই বলল,
--"উনি আমার উড বি হাসবেন্ড। কিছুদিন পরেই আমাদের বিয়ে।"
ছেলেটা অপ্রস্তুত হয়ে তাহমিদের প্লাস্টার করা হাতের দিকে তাকালো। মুখ কিছুটা বিকৃত করে বলল,
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: