(E. 58) অ্যাডভোকেট, লইয়ার ও ব্যারিস্টার | Difference among Advocate, Lawyer & Barrister | Bangladesh
Автор: LawTubeBD
Загружено: 2023-05-29
Просмотров: 595277
অ্যাডভোকেট, লইয়ার এবং ব্যারিস্টার নিয়ে আমাদের দেশে অনেকেরই একটা অস্পষ্ট ধারণা রয়েছে। কেউ কেউ মনে করেন আইনের সকল গ্র্যাজুয়েটদের বলা হয় লইয়ার, আর আদালতে প্র্যাক্টিস্ করার অনুমোদিত ব্যক্তিদের বলা হয় অ্যাডভোকেট, এবং উচ্চতর আদালতে যারা প্র্যাক্টিস্ করেন তাদের বলা হয় ব্যারিস্টার। এমন অস্পষ্ট ধারণার বেশ কারণও আছে। প্রথমত, এই বিষয়ে কোথাও স্পষ্ট করে কিছু বলা নেই; দ্বিতীয়ত, অনলাইনে খুঁজলে এই বিষয়ে পাওয়া যায় নানান রকমের ব্যাখ্যায় ভরপুর নানা-দেশীয় কনটেন্ট। সঙ্গত কারণে অনুসন্ধিৎসু মনের অস্পষ্টতা দূর হওয়ার পরিবর্তে সেখানে বাসা বাঁধে দুর্বোধ্যতা।
এই অস্পষ্টতা বা দুর্বোধ্যতার বিষয়টি উপলব্ধি করেই আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান এবং দীর্ঘকাল ধরে ইংল্যান্ডে চর্চিত প্রথার আলোকে তুলে ধরেছি অ্যাডভোকেট, লইয়ার এবং ব্যারিস্টার এর মধ্যকার সাদৃশ্য ও বৈশাদৃশ্য সম্পর্কে। আমাদের বিশ্বাস এপিসোডটি দেখার পর এই বিষয়ে আপনাদের মধ্যে আর কোনো ধরনের অস্পষ্টতা থাকবে বরং আপনারা পাবেন একটা স্পষ্ট ধারণা।
এপিসোডটি গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী,
পাঠ করেছেন মিশকাত শুকরানা আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।
আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
https://www.youtube.com/@lawtubebd?su...
আমাদের ফেসবুক পেইজঃ / lawtubebd
#Advocate #Lawyer #Barrister #LawTubeBD #BangladeshLegalSystem #LegalExperts #LegalSystem #BangladeshLaw #LegalSupport #LawAndOrder #LegalProfession #LegalTips
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: