tor chaoay harabo || আমি তোর চাওয়ায় হারাবো || Full song Lyrics SAHASAYED ||
Автор: SAHASAYED
Загружено: 2025-12-17
Просмотров: 142
---
আমি তোর চাওয়ায় হারাবো,
অল্প একটু বেপরোয়া হবো,
চোখে চোখে চাইবো
সব চেনা আবদার।
আজ আমায় রঙিন স্বপ্নে ডাক,
অচেনা কোনো গল্পে রাখ।
আজ আমায় রঙিন স্বপ্নে ডাক,
অচেনা কোনো গল্পে রাখ।
তুই গলে যা আমার কল্পনায়,
তুই জুড়ে যা আমার উপাখ্যানে।
দু’জনের নীরব একাকিত্ব,
আমাদের হঠাৎ মুখোমুখি হওয়া,
মনে হয় আগে থেকেই
সব লেখা ছিল কোথাও।
এক ডালে বসে দুটো পাখি,
হাওয়ার ছন্দে ডানা মেলি,
পাশাপাশি উড়ে চলে যাই।
হো—কত হাসি, কত না বলা কথা,
নীরবে নীরবে
তোর নাম, তোরই মুখ আঁকি গোপনে।
আজ বড় শূন্য লাগে তোকে ছাড়া,
ইচ্ছে গুলো দেয় গোপন সাড়া।
তুই গলে যা আমার কল্পনায়,
তুই জুড়ে যা আমার উপাখ্যানে।
ঘুমের ভেতর তোকে নিয়ে,
ভাসাবো স্বপ্ন নদীতে,
মেঘের চাদরে ঢেকে দেব আবার।
হুম—কত হাসি, কত না বলা কথা,
নীরবে নীরবে
তোর নাম, তোরই মুখ আঁকি গোপনে।
আজ আমায় রঙিন স্বপ্নে ডাক,
অচেনা কোনো গল্পে রাখ।
তুই গলে যা আমার কল্পনায়,
তুই জুড়ে যা আমার উপাখ্যানে।
---
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: