সুনিধির গানে জমজমাট বোধন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লীগের | দেখুন ভিডিও | Sourav Ganguly | CAB | 2025
Автор: OutnBeyond Blogs
Загружено: 2025-06-13
Просмотров: 537
🏏 BPTL Opening Night – Lights, Camera, But Where's the Cricket ?
Sunidhi Chauhan-এর দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে শুরু হওয়া Bengal Pro T20 League-এর উদ্বোধনী যে ম্যাচটি মাঠে হয়েছে, তা CAB-এর অন্যতম বড় প্রজেক্ট হিসেবে প্রচার হওয়া লিগের জন্য একেবারেই মানানসই নয়।
📌 গতকালের ম্যাচেও নজর কেড়ে নেওয়া খেলোয়াড়টি বাইরে রাজ্যের — যদিও সে গত কয়েক বছর ধরেই United Club-এর হয়ে CAB-এর টুর্নামেন্টেও অংশ নিয়েছে। Malda স্কোয়াডে থাকা অধিকাংশ ক্রিকেটারই বাইরের রাজ্য থেকে আসা, এখানেই আসল প্রশ্ন — এই 'Pro T20' টুর্নামেন্টটি কি আদৌ বাংলার ঘরের ছেলেদের মঞ্চ করে তুলতে পারছে ?
🎤 রাজ্যের ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়ের কাছ থেকে আমরা আগেই শুনেছি IFA-কে নিয়ে তাঁর স্পষ্ট বার্তা — 'বাঙালি ছেলেদের অগ্রাধিকার দিতে হবে'। আমরা বিশ্বাস করি, তিনি CAB-এর প্রতিও একই আহ্বান জানাবেন — কারণ ঘরের ছেলেদের উপযুক্ত প্ল্যাটফর্ম দেওয়া না গেলে এই প্রো-লিগের আসল উদ্দেশ্যই ব্যর্থ হবে।
🌟 প্রতিভা, বিনোদন, পেশাদারিত্ব — এই তিনের সুনিপুণ মিশ্রণেই গড়ে উঠুক Bengal Pro T20 League-এর পরিচয়। CAB ও ফ্র্যাঞ্চাইজিদের প্রতি আমাদের শুভকামনা রইল — যেন মাঠে আমরা দেখতে পাই এমন ক্রিকেট, যা সত্যিই বাংলার গর্ব হয়ে উঠতে পারে।
সভাপতির জন্মদিনেই প্রতিবার BPL উদ্বোধন !
বুধবার ক্রিকেটের নন্দনকাননে জমজমাট আয়োজন। সূচনা হল এই বছরের বেঙ্গল প্রো-টি ২০ লিগের। তারকাখচিত উদ্বোধন। যেখানে বলিউডের সংগীতশিল্পী থেকে তারকাদের সমাগম। কিন্তু একটা বিষয় অনেককেই অবাক করছে, প্রতিবার বিপিএল উদ্বোধনের জন্য কেন ১১ জুনকে বেছে নেওয়া হয়! ২০২৪ সালে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের সূচনা হয়েছিল ১১ জুন। আবার 2025 সালেও বুধবার পরা সত্বেও এই দিনই উদ্বোধন করা হল বিপিএলের। সাধারণত যে কোন বড় টুর্নামেন্ট সূচনা হয়ে থাকে শনি কিংবা রবিবার। আর শনি, রবিবার টুর্নামেন্ট উদ্বোধন হলে দর্শকদের সংখ্যাও বেশি হয়। আর টিকিট বিক্রি বেশি হলে ক্রিকেট সংস্থার উপার্জনও বাড়ে। অথচ কাকতালীয় ভাবে সকলকে অবাক করে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে এই বছরও শুরু হল সিএবি আয়োজিত বিপিএল। সপ্তাহের মাঝে বুধবার কেন সূচনা হল ? নাকি সবটাই বিশেষ কোন উদ্দেশ্য নিয়ে তা স্পষ্ট নয়।
#BengalProT20League #CricketAssociationofBengal #OutnBeyond #LuxShyamKolkataTigers #SobiscoSmashersMalda #AdamasHowrahWarriors #ServotechSiliguriStrikers #HarbourDiamonds #ShrachiRarhTigers #MurshidabadKings #RashmiMedinipurWizards
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: