ভারতে আশ্রয় নিলেন শেখ হাসিনা | বি-প-দ বাড়ছে ভারতের | Bangladesh Student Movement 2024
Автор: Na Jana Fact
Загружено: 2024-08-05
Просмотров: 2552
ভারতে আশ্রয় নিলেন শেখ হাসিনা | বি-প-দ বাড়ছে ভারতের | Bangladesh Student Movement 2024
বাংলাদেশ ত্যাগ করলেন শেখ হাসিনা হ্যাঁ বন্ধু ঠিকই শুনেছেন, শেখ হাসিনা এক প্রকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন তার চোখের জল ফেলতে ফেলতে। তিনি ও তার বোন সেখ রেহানা ভারতগামী একটি মালবাহী বিমানে চড়ে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দরে অবতরণ করেন, এবং সেখানে কিছুক্ষণ থেকে সেখান থেকে রওনা দেন লন্ডনের উদ্দেশ্যে। বর্তমানে বাংলাদেশে আন্দোলনের নামে খুন খারাপি ও হত্যাযজ্ঞ এতটাই বেড়ে গেছে, যা বাংলাদেশ সরকারের পক্ষে সামাল দেওয়া আর কোনভাবেই সম্ভব হচ্ছিল না। ফলে যা হওয়ার তাই হল , বাংলাদেশে আবারো জারি হলো সেনা শাসন, যা কোন নতুন কথা নয় এর আগেও বাংলাদেশে অনেকবার সেনা শাসন জারি হয়েছিল। তবে বর্তমানে কোটা আন্দোলনের ভয়াবহতা এতটাই বৃহৎ আকার ধারণ করেছে যে এই ছবিগুলো আমাদেরকে ২০২২ সালের শ্রীলংকার সরকার পতনের সেই দৃশ্যগুলোকে মনে করিয়ে দেয়। সেখানে আমরা দেখেছিলাম যে শ্রীলংকার রাষ্ট্রপতির বাসভবনে ও কেন্দ্রীয় অফিস আদালতের নিয়ন্ত্রণ নিয়েছিল সাধারণ জনগণ। এবং এক বুনো উল্লাসে সবাই চিৎকার চেঁচামেচি করে সরকারি সুইমিং পুল থেকে শুরু করে সবকিছুতেই দখল নিচ্ছিল। বন্ধুরা বর্তমানে ঠিক একইভাবে ভারতের পূর্বের এই প্রতিবেশী দেশটির অবস্থাও ২০২২ সালের শ্রীলংকার মতনই হয়েছে।
শেখ হাসিনার বাসভবন যা গণভবন নামে পরিচিত সেখানে সাধারণ বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণ নিয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে শেখ হাসিনার বিছানায় শুয়ে উল্লাস প্রকাশ করছে বিক্ষোভকারীদের মধ্যে একজন। বিভিন্ন সরকারি অফিস ও গণভবন থেকে মালপত্র যথেষ্ট ভাবে লুট ও চুরি করা হচ্ছে। এবং সাধারণ জনগণ বিভিন্ন পদাধিকার ব্যক্তির চেয়ারে বসে ছবি তুলে তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।
তাছাড়া বাংলাদেশের জাতির জনক নামে যিনি পরিচিত সেই বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানের মূর্তি কেও ভেঙে দেওয়ার চেষ্টা চলছে । এবং বিভিন্ন সরকারি সম্পত্তিকে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এক কথায় বাংলাদেশ এখন এক ভয়ঙ্কর অরাজকতার মধ্য দিয়ে চলছে।
বন্ধুরা আপনারা জানেন যে একটি দেশ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেনা শাসন জারি হয় তখন সে দেশটির অবস্থা কেমন হয়। চারিদিকে ভাঙচুর হয় যথেষ্ট লুটপাট চলে এবং সরকারি সম্পত্তি প্রবল ভাবে ধ্বংস করা হয়। যা আমরা পূর্বে পাকিস্তানের ক্ষেত্রে দেখেছি শ্রীলংকার ক্ষেত্রে দেখেছি আফগানিস্তানের ক্ষেত্রে দেখেছি এখন দেখছি বাংলাদেশের ক্ষেত্রে।
এখন প্রশ্ন হল বাংলাদেশের এই অবস্থার জন্য ভারতের কি চিন্তার কোন কারণ আছে আর যদি বা কারণ থাকে তাহলে সেটা কি।
তো চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে এমন বিশৃঙ্খল অবস্থা ও সেনা শাসন জারি থাকলে ভারতের মাথাব্যথার প্রধান কারণ কি......
Currently, there is a big movement about Bangladesh freedom fighter quota ( Muktijuddha Quota ). A fire is burning all around Bangladesh and the devastating consequences are centered around the abolition of the freedom fighter quota. Today we will see in detail through this video what is freedom fighter quota and why students of Bangladesh are protesting about this freedom fighter Quota Andolon.
Bangladesh er Kota Andolon Kano hoche?
Kota Andolon Ki ? what is Quota Andolon?
Muktijuddha Quota Andolon. Quota Andolon 2024 . Quota Movement Of Bangladesh. Bangladesh Quota Movement 2024.
#quotamovement2024
#quotamovement
#bangladesh
#kotaandolon
#muktijuddho
#কোটাআন্দোলন২০২৪
#কোটা_বাতিল
#কোটাআন্দোলন
#বাংলাদেশ_কোটা_আন্দোলন
#sheikhhasina
🚫 copyright disclaimer under section 107 of the copyright act 1976 , allowance is made for " fair use " for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statue that might otherwise be infringing. Fun or personal use tips the balance is favour of fair use.
⚠ এই ভিডিওতে প্রচারিত সকল তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট / বই / জার্নাল / ম্যাগাজিন / জাতীয় ও আর্ন্তজাতিক গণমাধ্যম / প্রামাণ্যচিত্র থেকে সংগৃহীত।
⚠ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে।
⚠ এই ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন ধরনের প্রচার মাধ্যমে বিতরণ করবেন না।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: