বিদেশি ফল রকমেলন বা সাম্মাম চাষ। 15 বিঘা জমিতে বানিজ্যিক ভাবে রকমেলন চাষে সফল এগ্রিকনসার্ণ লিঃ।
Автор: Banijjik Krishi
Загружено: 2022-05-08
Просмотров: 7852
বিদেশি ফল রকমেলন বা সাম্মাম চাষ। 15 বিঘা জমিতে বানিজ্যিক ভাবে রকমেলন চাষে সফল এগ্রিকনসার্ণ লিঃ। চলতি মৌসুমে রমজান কে টার্গেট করে 15 বিঘা জমিতে রকমেলনের চাষ করে চুয়াডাঙ্গা জেলার কৃষি প্রতিষ্ঠান এগ্রিকনসার্ণ লিঃ। এ প্রতিষ্ঠানের ইনচার্জ খায়রুল ভাই জানান রকমেলন চাষে প্রতি বিঘা জমিতে 50-60 হাজার টাকা খরচ হয়। বিঘা প্রতি 2.5 - 3.0 মেঃটন ফলন হয়। চলতি মৌসুমে প্রকৃতিক প্রতিকুলতা বেশি হলেও ভালো ফলন পেয়ে খুশি তারা। বিগত 5 বছর ধরে এগ্রিকনসার্ণ লিঃ রকমেলনের উপর গবেষনা চালিয়ে এলাকায় চাষ উপযোগী ভালো জাতের রকমেলন চাষ করে তারা যেমন আর্থিকভাবে লাভবান হয়েছেন আবার তাদের দেখাদেখি বিভিন্ন এলাকার উদ্যেক্তাগণ এই রকমেলন চাষ করে লাভবান হয়েছেন। তবে রকমেলন চাষ করতে হলে এর চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধরনা নিয়ে চাষ করতে হবে তা না হলে লস হয়ে যাবার সম্ভাবনা আছে। আছে ঝুকিও। বিস্তারিত জানার জন্য যোগাযোগ খাইরুল ভাই- 01726649737।
#রকমেলন #সাম্মাম #Banijjik_krishi
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: