বড় লেখক হিসেবে হুমায়ূন আহমেদ কি উপেক্ষিত? মোহাম্মদ আজমের হুমায়ূন বিশ্লেষণ।। Mohammad Azam & Humayun
Автор: Rokomari․com
Загружено: 2019-11-27
Просмотров: 34623
বড় লেখক হিসেবে হুমায়ূন আহমেদ কি উপেক্ষিত? মোহাম্মদ আজমের হুমায়ূন বিশ্লেষণ।। Mohammad Azam & Humayun
মোহাম্মদ আজমের হুমায়ূন বিশ্লেষণ :
হুমায়ূন আহমেদ প্রধানত একজন জনপ্রিয় লেখক হিসেবে পরিচিত। কিন্তু সাহিত্য সমালোচকদের বিভিন্ন গবেষণায় তিনি কীভাবে এসেছেন? অথবা সাহিত্যের আলোচনায় তার রচিত বইগুলো কীভাবে এবং কী পরিমাণে ব্যবহৃত হয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা হতাশ হতে বাধ্য হবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধীনে পরিচালিত দুটি পিএইচডি গবেষণার বিষয় ছিলো মধ্যবিত্ত শ্রেণি ও গ্রামীণ সমাজ। অথচ সেই গবেষণায় হুমায়ূন আহমেদ অনুপস্থিত। এধরণের আরো বহু উদাহরণ পাওয়া যাবে, যেখানে হুমায়ূনের উল্লেখ নেই। অথচ বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণি ও গ্রামীণ সমাজের চিত্র তোলে ধরার ক্ষেত্রে হুমায়ূন অদ্বিতীয় একজন লেখক। কিন্তু সাহিত্য সমালোচকদের আলোচনায় তিনি সেভাবে গুরুত্ব পাননি এবং এখনো একই ধারা লক্ষ্যণীয়।
সাধারণত হুমায়ূনকে যারা পছন্দ করেছেন তারা তিন ধরণের কথা বলেন। এক. হুমায়ূন আহমেদ পাঠক তৈরি করেছেন। দুই. অনেক পাঠককে কলকাতা থেকে বাংলাদেশের দিকে চোখ ফিরিয়েছেন। তিন. হুমায়ূন বাংলাদেশে প্রকাশনা শিল্পকে একাই দাঁড় করিয়ে দিয়েছেন।
এই তিনটির যে কোনো একটি যদি সত্য হয় তাহলে যে পদ্ধতিতে হুমায়ূন আহমেদকে বিশ্লেষণ করার কথা ছিলো, সেটা আসলে হয়নি। কারণ এই তিনটি অত্যন্ত গুরুতর কাজ।
কেবল কি তাই? তার সম্পর্কে যে ‘জনপ্রিয়‘ শব্দটি জুড়ে দেওয়া হয়েছে, সেখানে এক ধরণের উপেক্ষার তীব্র গন্ধ রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজমের ‘হুমায়ূন আহমেদ‘ নিয়ে ঝাঁঝালো বক্তব্য।
হুমায়ুন আহমেদের সকল বই দেখতেঃ https://www.rokomari.com/book/author/...
রকমারি ব্লগঃ https://blog.rokomari.com/
#রকমারি
#Humayun_Ahmed
#Mohammad_Azam
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: