৬ষ্ট শ্রেণির গনিত ৩০ মিনিটে সম্পন্ন সমাধান
Автор: Math Master BD
Загружено: 2025-04-03
Просмотров: 28
Title :৬ষ্ট শ্রেণির গনিত ৩০ মিনিটে সম্পন্ন সমাধান
Keyword :৬ষ্ট গনিত,বীজগনিতিয় রাশি,সম্পন্ন সমাধান, ৪.২ অনুশীলন
Tags:৬ষ্ট গনিত,বীজগনিতিয় রাশি,সম্পন্ন সমাধান, ৪.২ অনুশীলন
Description :তোমরা হয়তো শুনে থাকবে উচ্চ বিল্ডিং তৈরি করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-মজবুত ফাউন্ডেশন। ফাউন্ডেশন মজবুত না হলে একটা বিল্ডিং যত উঁচুই হোক না কেন,তা টিকে থাকার সম্ভাবনা কম। তোমরা অনেক
ইন্সটিটিউট এর কথা জানো কিন্তু শুধু নাম দেখে ভর্তি না
হয়ে যেখানে তুমি ভালো বুঝবে সেই কোর্সে ভর্তি হও।তুমি নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোর্সে ভর্তি হলে
কিন্তু তুমি বুজলে না সেই কোর্স করে তুমি সফল হবে না।তুমি যার কাছে ভালো বুঝবে সেই কোর্সে ভর্তি হও সে যে
ইনস্টিটিউট হোক না কেন। কারন তোমার বুঝাটাই আসল কথা।আমি ১ লক্ষ ছাত্র পড়ালাম কিন্তু তারা বুঝলো না এই সংখ্যার কোন মুল্য নাই। আমি একজনকে ভালো বুঝাতে পারছি সেটা সফলতা। অনলাইনে অনেক কোর্স চালু আছে দেখে শুনে তারপর যেটায় ভালো বোঝ
সেটাতে ভর্তি হও।শুধু খেয়াল রাখবে বাইরে ফিট ফাট ভিতরে সদরঘাট এরকম যেন না হয়। তোমরা অষ্টম শ্রেণি পর্যন্ত যে ধারায় লেখাপড়া করে এসেছো তা নবম শ্রেণি থেকে কিছুটা পরিবর্তন হয়। মূলত এখান থেকেই শুরু হয় নির্দিষ্ট বিভাগ কেন্দ্রিক পড়াশোনা। তোমরা জানো, কমন বিষয়গুলোর বাইরে সাইন্সের বিভাগীয় বিষয়গুলো তুলনামূলক কঠিন এবং তোমাদের কাছে নতুন। এক্ষেত্রে শিক্ষার প্রকৃত রসদ খুঁজে পেতে বুঝে বই পড়া ও বিষয়টি সহজবোধ্য বিশ্লেষণের মাধ্যমে স্বচ্ছ ধারণা থাকাটা খুব জরুরি যাতে করে সুষম প্রস্তুতি নিশ্চিতকরণের পাশাপাশি বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে অধিক সহায়ক হয়। মূলত এই লক্ষ্যেই আমাদের এই অনলাইন কোর্স । যেখানে বোর্ড বইয়ের আলোকে টপিক ভিত্তিক সহজবোধ্য আলোচনা ও সচিত্র উদাহরণের মাধ্যমে থাকবে প্রয়োজনীয় সংজ্ঞা, বৈশিষ্ট্য, টপিক ভিত্তিক বিগত বছরের বোর্ড প্রশ্ন ও সমাধানের সংযোজন।প্রত্যাশা করি, অনলাইন কোর্সটি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে এবং সুষম প্রস্তুতি ও শিক্ষার প্রকৃত রসদ খুঁজে পেতে অনেক সহায়ক হবে। তোমাদের সবার প্রতি রইল অনেক শুভকামনা।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: