কলকাতার পাখির হাট // বিভিন্ন প্রজাতির পাখি //পায়রার বাজার // ঝুটি পায়রা, রাজা পায়রা
Автор: Bong Chamber
Загружено: 2022-12-04
Просмотров: 50505
কলকাতার পাখির হাট // বিভিন্ন প্রজাতির পাখি //পায়রার বাজার // ঝুটি পায়রা, রাজা পায়রা #birdslover
এই বাজারটি অর্থাৎ পাখির হাটটি শ্যামবাজার গ্যালিফ স্ট্রিটে অবস্থিত,, প্রত্যেক রবিবার সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই মার্কেটটি খোলা থাকে,, এই মার্কেটের বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের পাখি তোমরা দেখতে পাবে,, কিনতে পারবে অনেক কম দামে,, বিভিন্ন রকমের খাঁচা তোমরা এখানে পেয়ে যাবে,, সাথে পাখির যে সমস্ত খাবার ব্যবহৃত হয় সেগুলো তোমরা এখানে পাবে,, পুরোপুরি সমস্ত জিনিসটাই কিন্তু এখানে পেয়ে যাবে ভীষণ কম দামে,, এই ভিডিওতে আমি তোমাদের পুরো ডাইরেকশন টা দেখিয়ে দিলাম অর্থাৎ তোমরা এই মার্কেটে যেতে চাইলে কিভাবে যাবে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নিতে পারবে,, শুধুমাত্র রবিবার দিনই বসে বাকি দিনগুলোতে কিন্তু এই মার্কেট তোমরা পাবে না,, বিশেষ করে এই মার্কেটে কিন্তু সব থেকে বেশি যে পাখিটি দেখা যায় সেটা হল পায়রা,, ইন্ডিয়ান বিভিন্ন প্রজাতির পায়রা সাথে বাইরের অর্থাৎ বাংলাদেশের পায়রা তোমরা এখানে পেয়ে যাবে,, ঝুটি পায়রা রাজা পায়রা এই ধরনের পায়রা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে,, তাতে বিভিন্ন প্রজাতির মুরগি হাঁস এগুলো আছে,, এই ভিডিওতে তোমাদের সবটাই দেখিয়ে দিলাম,, বন্ধুরা আর অবশ্যই যারা নতুন আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও
the bong chamber
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: