কিভাবে মাত্র ৮৩৩ রুপিতে মেঘালয়ের ডাউকি বাজার থেকে শিলং গেলাম এবং সেই সাথে ৬টা স্পট ঘুরে দেখলাম।
Автор: Alu Bhai
Загружено: 2024-04-21
Просмотров: 41
কিভাবে মাত্র ৮৩৩ রুপিতে মেঘালয়ের ডাউকি বাজার থেকে শিলং গেলাম এবং সেই সাথে ৬টা স্পট ঘুরে দেখলাম। বন্ধুরা এর আগে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মাত্র ১০০০ টাকায় ঢাকা থেকে মেঘালয়ের ডাউকি বাজার এসেছিলাম। আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র ৮৩৩ রুপিতে ডাউকি বাজার থেকে মেঘালয়ের রাজধানী শিলং এ যাওয়া যায় এবং সেই সাথে ৬ টা স্পট ঘুরে এলাম। বন্ধুরা এই ট্যুরে আমার ট্যুর পার্টনার ছিল আমিসহ দুই জন । আমরা তিন জন একটি গাড়ী ভাড়া করি যা ২৫০০ রুপি। ২৫০০ / ৩ জন = ৮৩৩ রুপি । গাড়ির ড্রাইভার এর সাথে আমাদের কন্ট্রাক হয় সে আমাদের ৬ টা স্পট ঘুরাবে প্রথম স্পট হচ্ছে ডাউকি বাজার, ২য় স্পট হচ্ছে ঝুলন্ত ব্রীজ, ৩য় স্পট হচ্ছে ঝণা, ৪র্থ স্পট হচ্ছে বরহিল ঝর্ণা , ৫ম স্পট হচ্ছে লিভিং রুট ব্রীজ এবং ৬ষ্ঠ স্পট হচ্ছে মাওলিলং ভিলেজ। এগুলো ঘুরে আমাদের ড্রাইভার সোজা নিয়ে গেলো শিলং পুলিশ বাজার রোডে সেখানে ভালো মানের হোটেলে উঠলাম। আজ এই পর্যন্ত বাকিটা ৩য় পর্বে দেখার জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: