খারাপ মানুষ চেনার বিস্ময়কর ৩ উপায়। কার্ল ইয়ুং। ফ্রেডরিখ নিটশে।
Автор: HAH SUCCESS
Загружено: 2025-09-26
Просмотров: 5782
ধরুন, আপনি একজন মানুষের সঙ্গে যৌথ উদ্যোগে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চান। সেটি হতে পারে ব্যবসা, ব্যক্তিগত বিষয় কিংবা প্রেমের সম্পর্ক। স্বাভাবিকভাবেই আপনি প্রথমে তার কথা শুনে এবং তার আচরণ দেখে তাকে বোঝার ও চেনার চেষ্টা করবেন, তার বিভিন্ন অর্জন পর্যালোচনা করবেন। সবকিছু যখন ঠিকঠাক মনে হবে তখনই আপনি তার সঙ্গে সম্পর্কে জড়াবেন। কিন্তু আমি যদি বলি, আপনি এতদিন যা কিছু দেখেছেন তার সবই ছিল একটি মুখোশ, তখন কেমন হবে? সেই মুখোশটি সে পরেছিল শুধুমাত্র আপনাকে ধোকা দেওয়ার জন্য। প্রশ্ন হচ্ছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ চিনতে কেন ভুল করি? এ সম্পর্কে প্রখ্যাত সুইস মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং বলতেন, যেকোনো বিষয়ে চিন্তা করা কঠিন। তাই বেশিরভাগ মানুষ পরচর্চায় মশগুল থাকে। আর অন্য কারো সম্পর্কে আমরা সাধারণত যে ধারনা পোষণ করি তা প্রায় সব ক্ষেত্রেই ভুল প্রমাণিত হয়। কার্ল ইয়ুং কয়েক দশক ধরে মানুষের আচরণ নিয়ে গবেষণা করার পর একটি ইন্টারেস্টিং বিষয়ে অবগত হন। একজন মানুষের ব্যক্তিত্ব ও তার আসল চরিত্র চেনার জন্য তার ৩টি আচরণ লক্ষ করুন। প্রতিটি মানুষ নিজের অনিচ্ছায় ও অজান্তে ওই তিনটি আচরণ করবেই। আজকের ভিডিওতে আমরা মানুষের ওই তিনটি আচরণ নিয়ে কথা বলব। এসব আচরণ জানা থাকলে আপনি যেকোনো মানুষের আসল চরিত্র একটি খোলা বইয়ের মতো পড়তে পারবেন, জানতে পারবেন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: