সাঁওতালি ভাষা ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে স্থান পায়। ঝাড়খণ্ড ওড়িশা.পশ্চিমবঙ্গ চার রাজ্যের 2025||
Автор: Birbhum adivasi
Загружено: 2025-12-27
Просмотров: 2518
সাঁওতালি ভাষায় সংবিধান প্রকাশ: রাষ্ট্রপতি ভবনে ইতিহাস রচনার সাক্ষী দেশ....
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর, ২০২৫:
রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণ যেন আজ ইতিহাসের সাক্ষী। দীর্ঘ প্রতীক্ষার পর সাঁওতালি ভাষায় (ওল চিকি লিপিতে) অনূদিত ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের অন্যতম বড় আদিবাসী জনগোষ্ঠীর কাছে এ দিনটি তাই শুধু স্মরণীয় নয়, আবেগঘনও বটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন এবং আইন ও বিচার মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল-সহ কেন্দ্রীয় সরকারের একাধিক শীর্ষকর্তা। রাষ্ট্রপতি ভবনের অশোক হলে এই অনুষ্ঠান ঘিরে ছিল গাম্ভীর্য ও মর্যাদার আবহ। সাঁওতালি সমাজের প্রতিনিধিদের একাংশও উপস্থিত ছিলেন এ দিনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে।
রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে জানান, "সাঁওতালি জনগণের কাছে এটি এক পরম সম্মানের দিন। নিজেদের মাতৃভাষায় দেশের সংবিধান পড়তে পারা আত্মমর্যাদা ও সাংস্কৃতিক পরিচয়ের স্বীকৃতি।” একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৫ সালই ওল চিকি লিপির শতবর্ষ পূর্তি বর্ষ। তাই এই প্রকাশনা শুধুমাত্র একটি প্রশাসনিক উদ্যোগ নয়, বরং ভাষা ও ঐতিহ্যের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।
আইন মন্ত্রকের প্রতিমন্ত্রীর ভূমিকাকেও বিশেষভাবে কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
২০০৩ সালে ৯২তম সংবিধান সংশোধনের মাধ্যমে সাঁওতালি ভাষা ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে স্থান পায়। ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বিহার-এই চার রাজ্যের বিপুল সংখ্যক
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: