ঐতিহ্যবাহী রাইখালী বাজার অন্য নাম মগ বাজার।কাপ্তাই।রাঙ্গামাটি।
Автор: Run From Bangladesh
Загружено: 2022-01-23
Просмотров: 1434
স্থানীয় মানুষদের কাছে এই বাজার 'মগবাজার' হিসেবেই সুপরিচিত।দূর দূরান্তের মানুষ এই বাজার কে মগবাজার নামেই ডাকে।তবে সরকারি মৌজা অনুযায়ী এই বাজারের নাম রাইখালী বাজার।তাই সরকারি অফিসিয়ালি এই বাজারের নাম রাইখালী বাজার।এই বাজার হলো পাহাড়ি ও বাঙালী মানুষজনের মিলনমেলা।মগদের মাধ্যমে এই বাজার গড়ে উঠেছে তাই এই বাজারের নাম মগবাজার।এই বাজারে রবি ও বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বসে।দূর দূরান্ত হতে চাকমা মারমা ও বাঙালী মানুষজন এই বাজারে গৃহপালিত পশু,মৌসুমি ফলমূল,বিভিন্ন শাক সবজি ও বাহারি পণ্য ও পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য বিক্রির জন্য নিয়ে অাসে।দূর দূরান্ত হতে অাসা ক্রেতা অন্যান্য বাজার হতে কম মূল্যে এসব পণ্য ক্রয়ের জন্য এখানে ভীড় জমাতে থাকে।এই বাজারের অবস্থান চন্দ্রঘোনার দোভাষী বাজারের নদীর ওপারে।নারাংগিরির খুবই কাছে এই মগবাজারের অবস্থান।এই মগবাজারের অবস্থান ২নং রাইখালী ইউনিয়ন, থানা-চন্দ্রঘোনা, উপজেলা-কাপ্তাই, জেলা-রাংগামাটি পার্বত্য জেলা।
#moghbazar
#rangamati
#bangladesh
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: