২০ বছরের রেকর্ড ভাঙলো শাকিব খানের ‘তুফান’ | Toofan | Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2024-06-19
Просмотров: 200932
#Toofan #তুফান
রেকর্ড ভাঙলো শাকিব খান অভিনীত এবং রায়হান রাফী পরিচালিত ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তুফান’। মুক্তির পর থেকেই আলোচনায় আছে সিনেমাটি। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সের দর্শক টানছে ‘তুফান’। একের পর এক শোয়ের সংখ্যা বাড়ছে সিনেমাটির।
ঈদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে স্টার সিনেপ্লেক্সে ‘তুফান’ একচেটিয়া ব্যবসা করছে। এ সিনেমার মাধ্যমে সিনেপ্লেক্সের ২০ বছরের রেকর্ড ভেঙে নতুন নজির স্থাপন করলো বাংলাদেশি সিনেমা। সর্বোচ্চ শো ও দর্শক চাহিদা আকাশচুম্বী থাকায় বাংলা চলচ্চিত্রের অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যৈষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ।
এ প্রসঙ্গে মেজবাহ জানান, ২০ বছরের সব রেকর্ড ব্রেক করে ‘তুফান’ সিনেপ্লেক্সে সর্বোচ্চ ৪৭টি শো পেয়েছে। প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে সিনেমাটির শো। মাত্র দুদিনে দর্শকদের যে চাপ অনুভব করা যাচ্ছে, তাতে করে আগামী দু-চারদিনের মধ্যে শো সংখ্যা কততে পৌঁছায় তা অনিশ্চিত। এর আগে এতগুলো শো কোনো বাংলা সিনেমা পায়নি। এক্ষেত্রে ‘তুফান’ দর্শকদের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে।
ঈদে মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমাগুলোর মধ্যে এখন পর্যন্ত ১২৯টি হল পেয়ে শীর্ষে আছে রায়হান রাফীর সিনেমা ‘তুফান’।
অ্যাকশন ধাঁচের এ সিনেমায় নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে দুর্ধর্ষ রুপে দেখা গেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। এ সিনেমায় আরও আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুফান’-এ শাকিব-চঞ্চল ছাড়াও অভিনয় করছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী ও এপার বাংলার নাবিলা, মিশা সওদাগরসহ অনেকে।
copyright © A BIJOY TV Production-2024
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: