চিরন্তন অপূর্ণতার আরাধনা || কবিতা : তহিদুল মন্ডল || আবৃত্তি : মেহেরুন নাহার মেঘলা || Poem
Автор: Meherun Nahar Meghla
Загружено: 2025-11-14
Просмотров: 11
কবিতার নাম: "চিরন্তন অপূর্ণতার আরাধনা"
*"*************************************
লেখক =তহিদুল মন্ডল
#আবৃত্তি : #মেহেরুন_নাহার_মেঘলা
(এক দার্শনিক প্রেমকাব্য)
*"**"******************
ভালোবেসে তোমার নাম বললে,
অদ্ভুত এক শান্ত ঝড় নেমে আসে মনের মধ্যে।
যেন শত নদী থেমে যায়,
কিন্তু হৃদয় বয়ে চলে অবিরাম তোমার ধ্বনিতে।
তুমি সেই দূর আকাশের ধ্রুবতারা,
যাকে ছোঁয়া যায় না, অথচ
প্রতিটি নিশ্বাসে যার আলোকরেখা ঝরে।
তোমায় না পেয়েও প্রতিক্ষণ তোমাকে পাই—
এই তো প্রেমের সর্বোচ্চ দর্শন।
যে ভালোবাসা প্রাপ্তির নয়,
সে-ই তো চিরন্তনের পরিচয়।
তোমাকে না পেয়ে যতটা ব্যথা পেয়েছি,
তাতেই পেয়েছি প্রেমের পূর্ণতা।
তুমি আমার হৃদয়ের আয়না—
সেখানে তোমার প্রতিফলনে দেখি নিজেকে।
তোমার চোখের ঐ গভীর কালোঝর্ণা,
যেখানে প্রেম ডুবে থাকে নিরব চিত্তে।
রাত্রির জোৎস্নায় তোমার মুখ ফুটে ওঠে,
আর আমি নিঃসঙ্গ রাতের জানালায়
লিখে চলি নিঃশব্দ কবিতা—
তুমি, কেবল তুমি, আর তোমার না-থাকা উপস্থিতি।
বসন্তে ফুল ঝরে পড়ে, কিন্তু তুমি ঝরো না,
তুমি থেকে যাও অনন্তকাল একই জেদে,
যেন সময়ও তোমার চোখের ভাষা বোঝে না।
তবু আমি জানি, প্রেম মানে অপেক্ষা—
আর অপেক্ষাই সবচেয়ে নিখাদ ভক্তি।
তুমি দেবী,তুমি সাজুই, তুমি শিরিন, তুমি লাইলী,
তোমার অনুপস্থিতিতেও পৃথিবী পবিত্র লাগে।
তুমি সেই ব্যথার আরাধনা,
যার কাছে আমার অহং তুচ্ছ হয়ে মিশে যায় ধুলোর মতো।
আমি ভালোবাসি—বলা নয়,
আমি ভালোবাসি—নিঃশ্বাসে লেখা এক জপের মতো।
প্রতিটি প্রার্থনা তোমার দিকে যায়,
তোমার নামে শুরু হয় আমার প্রতিদিনের আলো।
যদি পুনর্জন্ম থাকে, তবে আমি আবার তোমারই পথে হারাব,
আবার অপেক্ষা করব, যেমন করি আজও।
কারণ প্রেম মানে শেষ নয়—
প্রেম মানে চিরন্তন ফিরে আসা,
এক অপূর্ণতার সুন্দর পুনরাবর্তন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: