তুমি আছো আমার কাছে Bangla song ❤️💔.
Автор: Itz santanu
Загружено: 2025-09-18
Просмотров: 19
তুমি আছো আমার কাছে,
যেন রাতের তারা আলোয় সাজে।
তোমার হাসি রঙ তোলে মনে,
ভালোবাসা বাজে সুরের সনে।
তুমি ছাড়া এই পথ ফাঁকা,
শুধু তোমায় চাই বারেবার।
হৃদয় জুড়ে নামটা তোমার,
ভালোবাসা অনন্ত এবার।
তোমার চোখে হারাই আমি,
স্বপ্ন যেন গড়ে প্রতি ক্ষণতুমি।
হাতটা ধরি চল একসাথে,
জীবন হোক ভালোবাসার গাথে।
তুমি ছাড়া এই পথ ফাঁকা,
শুধু তোমায় চাই বারেবার।
হৃদয় জুড়ে নামটা তোমার,
ভালোবাসা অনন্ত এবার।
আকাশ বলে, সাগর বলে,
আমাদের প্রেম থামবে না কোনো কালে।
শুধু তুমি, শুধু আমি,
ভালোবাসা লিখবে নতুন গানে।
তুমি ছাড়া এই পথ ফাঁকা,
শুধু তোমায় চাই বারেবার।
হৃদয় জুড়ে নামটা তোমার,
ভালোবাসা অনন্ত এবার। ❤️
❤️❤️❤️❤️
love song bangla ❤️❤️
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: