কত দিন বয়স পর্যন্ত মুরগির বাচ্চাকে তাপ দেওয়াকে ব্রুডিং বলে । কখন কতোটুকু তাপমাত্রা দিবেন ?
Автор: ANANDA MEDIA 01
Загружено: 2022-04-10
Просмотров: 76679
সঠিক নিয়মে ব্রয়লার মুরগির বাচ্চা ব্রুডিং পদ্ধতি ||
তাপমাত্রা ও এর ব্যবস্থাপনাঃ
ডিম হতে বাচ্চা ফুটার পর ৪ সপ্তাহ বয়স পর্যন্ত বাচ্চার দেহে তাপ নিয়ন্ত্রণকারী অঙ্গগুলির পরিপূর্ণতা লাভ করে না। তাই এই সময় বাচ্চাকে কৃত্রিম উপায়ে তাপ দিতে হয়। প্রথম সপ্তাহে সাধারণত ৯৫ক্ক ফারেনহাইট তাপ দিয়ে ব্রুডিং আরম্ভ করতে হয়। এই তাপমাত্রা পর্যায়ক্রমে কমিয়ে নিম্নলিখিত মাত্রায় আনতে হয়-
আসসালামু আলাইকুম ,
প্রিয়,
ভাই ও বোনেরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার
পাশে থাকার জন্য ,
আপনাদের জন্যই আমি Youtube এ ভিডিও দিয়ে থাকি , তাই আপনাদের জন্য আমি ব্রয়লার মুরগি পালনের ৩০ দিনে ৩০ টি ভিডিও দিব , যে ভিডিও তে খাকবে কিভাবে ব্রয়লার মুরগি পালন করতে হয় ।
আশা করি আপনারা ভিডিও গুলো দেখে ব্রয়লার মুরগি কিভাবে পালন করতে হয় শিখতে পারবেন ।
আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করুন অথবা মেসেজ দিন,
My WhatsApp & imo Number:- +8801956125172
নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ।
ব্রয়লার মুরগি পালন এর ৩০ দিনের ভিডিও পাবেন,,
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: