মাটির মেয়ে । Matir Meye । বাংলা কার্টুন । ঠাকুরমার ঝুলি । bangla moral story । বাংলা গল্প
Автор: Adroit Bangla Cartoon
Загружено: 2025-11-30
Просмотров: 1983
মাটির মেয়ে । Matir Meye । বাংলা কার্টুন । ঠাকুরমার ঝুলি । bangla moral story । বাংলা গল্প
এক সময়ের এক অপূর্ব সুন্দরী, কিন্তু ভয়ংকর অহংকারী রাজকন্যা নীলা…
যে বিশ্বাস করত—এই পৃথিবীতে তার চেয়ে সুন্দর আর কেউ নেই!
কিন্তু একদিন জাদুর আয়না তার সামনে সত্যি কথা বলে দেয়…
রাজকন্যার চেয়েও সুন্দর হলো তার নিজের দাসী—মালা।
ঐ একটা কথায় রাজকন্যার জীবন বদলে যায়, আর শুরু হয় ভয়ংকর ট্র্যাজেডির পথচলা।
অহংকারে অন্ধ রাজকন্যা মালাকে বনবাসে পাঠিয়ে দেয়…
তখনই জন্ম নেয় কর্মফল এর প্রথম ধাপ।
এদিকে এক দরিদ্র রাখাল বালক, যে ছোটবেলা থেকে রাজকন্যাকে ভালবাসত,
ও শুধু দূর থেকে দেখে সুখী হতে চাইত।
কিন্তু রাজকন্যার নিষ্ঠুর হৃদয় তাকে ব্যবহার করে—
বলল,
“আমাকে যদি ভালোবাসো, বিশ্বের সবচেয়ে দামি হীরা এনে দাও!”
প্রাণপ্রিয় মা, নিজের বাড়ি—সবকিছু বিক্রি করে রাখাল সেই হীরা কিনে নিয়ে আসল।
কিন্তু রাজকন্যা তাকে অপমান করে, হাসাহাসি করে…
কথায় কথায় ছিন্নভিন্ন করে দিল একটি নিষ্পাপ হৃদয়।
হতাশ রাখাল পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করল…
আর সেই হীরের ওপর পড়ল তার অশ্রু ও রক্তের অভিশাপ।
কয়েকদিন পর রাজকন্যা হীরের মালা পরতেই…
তার শরীর ধীরে ধীরে মাটির মূর্তিতে পরিণত হতে থাকে।
জাদুর আয়নার ভয়ংকর বাক্য—
“যেদিন মানুষের হৃদয়ের সৌন্দর্য চিনবে, সেদিনই এই মাটির মেয়ে আবার প্রাণ পাবে।”
শেষে পাহাড়ের চূড়ায় পাওয়া গেল সেই মাটির মূর্তি—
যেখানে একদিন দাঁড়িয়ে কাঁদছিল এক অসহায় রাখাল।
👉 এই গল্পটি শেখায়:
✔ অহংকার একদিন মানুষকে ধ্বংস করে
✔ প্রকৃত সৌন্দর্য থাকে মানুষের মনে
✔ সত্যিকারের ভালোবাসাকে কখনো উপহাস করা উচিত নয়
✔ মায়ের কথা কখনো ভুল নয়
✔ কর্মফল একদিন ফিরে আসবেই
#মাটির_মেয়ে
#বাংলা_কার্টুন
#কার্টুন
#matirmeye
#banglacartoon
#cartoon
#animation
#fairytalesstory
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: