ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা-২০২৩
Автор: Manirul Islam Shrabon
Загружено: 2023-09-07
Просмотров: 2286
নৌকাবাইচ
মনিরুল ইসলাম শ্রাবণ
দেখতে গেলাম নৌকাবাইচ
পেলাম মুগ্ধতা,
সঙ্গে নিয়ে এলাম স্মৃতি
খুশির বারতা।
নানান রঙের নৌকাগুলো
দেখতে চমৎকার,
তাই না দেখে ছোট্ট খুকি
করে যে চিৎকার।
খুকির মুখের হাসি দেখে
মেঘগুলো আজ হাসে,
সাদা পালক উড়িয়ে তারা
নীল আকাশে ভাসে।
হাসা হাসি ভাসা ভাসি
লক্ষ প্রাণের ভিড়ে,
এইটুকু সুখ নিয়ে ফিরে
খুকি আপন নীড়ে।
বছর ঘুরে আবার আসুক
এমন খুশির দিন,
সবাই মিলে করবো পূরণ
ঐতিহ্যের ঋণ।
১১ সেপ্টেম্বর ২০২২খ্রি.
টেংকেরপাড়, ব্রাহ্মণবাড়িয়া
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: