হয়না দাফন জ্যান্ত মরার | Hoyna Dafon Jento Morar | Sabbir Bokthier | Rishav Sarkar | New Song 2025
Автор: A Bengali Z
Загружено: 2025-12-14
Просмотров: 4980
হয়না দাফন জ্যান্ত মরার | Hoyna Dafon Jento Morar | Md Sabbir Bokthier (MSB) | New Song 2025
ABOUT
Song : হয়না দাফন জ্যান্ত মরার | Hoyna Dafon Jento Morar
Singer : Rishav Sarkar
Lyric & Tune : Md Sabbir Bokthier (MSB)
Music : Rishav Sarkar
LYRICS -
আমার অন্তর পোড়া গন্ধ ছুটেছে
দূষিত হয়েছে বাতাস
আজ রাত্রি কাটে অন্ধকারে
চাঁদ শুন্য আকাশ
তারাগুলো আজ হারিয়ে গেছে
জলে না আগের মতন
কত শূন্য হলে নিজেকে
করে ক্ষতবিক্ষত
শুধু হয়না দাফন জ্যান্ত মরার
স্বাধহীন এই জীবন
এভাবে বেঁচে থাকতে চাই না
কেন হয় না মরণ .
আমার এক টুকরো শুকনো পাতার জীবন
কিছু গল্প লিখেছি প্রকাশ করাটা বারণ |
রক্ত ভেজা দুচোখ
আর অচেনা রাস্তায়
একবার না বহুবার
মন বিকৃত সস্তায়
ব্যাথারা ছিল বহুদূর
হেঁটে এসেছে একা একা
জীবন কাউকে করে না ক্ষমা
দেয় না কখনো ধোকা
আজ সুখের চাইতে দুঃখ ভালো
ছাড়েনি কখনো একা
মানুষ হয়ে পাপ করেছি
বুঝি জন্ম টা অযথা
শুধু হয়না দাফন জ্যান্ত মরার
স্বাধহীন এই জীবন
এভাবে বেঁচে থাকতে চাই না
কেন হয় না মরণ .
আমার এক টুকরো শুকনো পাতার জীবন
কিছু গল্প লিখেছি প্রকাশ করাটা বারণ |
অতীতের স্মৃতি মুছে গেলে আর
কিসের দুঃখ থাকে
সময় শুধু কেড়ে নেয় সুখ
নতুন স্মৃতি আঁকে
যদি স্বাধীন সুখ ও লুকোনো থাকে
মনের অন্তরালে
আমার অভিযোগ শুধু গানই হবে
ব্যথারা গোপনে
এই মিথ্যে হাসির আড়ালে
লুকিয়ে শত ব্যথা
আমার নেই কোন অভিযোগ
নেই আর কোন কথা
শুধু হয়না দাফন জ্যান্ত মরার
স্বাধহীন এই জীবন
এভাবে বেঁচে থাকতে চাই না
কেন হয় না মরণ .
আমার এক টুকরো শুকনো পাতার জীবন
কিছু গল্প লিখেছি প্রকাশ করাটা বারণ |
#music #bengalisong #sadsong #sadbengalisong #arijitsingh
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: