রজঃ | দ্বিতীয় পর্ব | কামরূপ, তন্ত্র আর অসমাপ্ত যজ্ঞের গল্প | রক্তকমলিনীর অভিশাপ | Kamakhya History
Автор: OBHISHOPTO ASWAMEDH
Загружено: 2025-07-19
Просмотров: 1599
Date of Broadcast : 19.07.2025
কাহিনি শুরু হয় কলকাতার দক্ষিণ শহরতলির পুরনো এক দোতলা বাড়ি 'পালাশবাড়ি' থেকে, যেখানে চুপচাপ, আত্মমগ্ন লেখিকা মৃত্তিকা সেন থাকেন একা। তার জীবন বাইরের চোখে খুব সাধারণ—কিন্তু তার লেখালেখি এবং স্মৃতির ভেতর ঘুরে বেড়ায় এমন কিছু, যা বাস্তবের থেকে অনেক বেশি প্রাচীন এবং ভয়ঙ্কর। সে লেখেন আত্মা, তন্ত্র, নারী শরীর আর হারিয়ে যাওয়া কামনাগ্রস্ত আধ্যাত্মিকতার গল্প।
হঠাৎ একদিন মৃত্তিকার হাতে আসে তার সদ্যপ্রয়াতা পিসিমা দিব্যসেনা সেনের রেখে যাওয়া একটি চিঠি এবং একটি রহস্যময় তাম্রপত্র। কুমুদি ছিলেন তন্ত্র সাধনায় নিপুণা, বহু বছর ধরে এক গোপন সাধনার সঙ্গে যুক্ত ছিলেন, এবং মৃত্যুর আগে তিনি ফিসফিস করে বলেছিলেন: “কামরূপে যা, মৃৎ… ওখানে কিছু আছে তোর অপেক্ষায়…”
চিঠিতে মৃত্তিকাকে সাবধান করা হয় তাম্রপত্র খুললেই পেছনে ফেরার রাস্তা থাকবে না। কিন্তু এক অজানা টান, স্মৃতির কুয়াশা আর নিজের মধ্যকার এক রহস্যময় শূন্যতার তাড়নায় মৃত্তিকা যাত্রা শুরু করে অসমের 'জুনাক টিলা'র উদ্দেশে, যেখানে প্রাচীনকালের 'রক্তকমলিনী' সাধনার চিহ্ন এখনও নিঃশব্দে জেগে আছে।জুনাক টিলা, যেখানে জোনাকি জ্বলে না, শুধু কাদামাটি আর বাতাসে মিশে থাকে রক্তের গন্ধ। এখানে এক গোপন আশ্রমে মৃত্তিকা পৌঁছায়, এবং এক রহস্যময় চণ্ডালিকা নারীর সংস্পর্শে আসে। ধীরে ধীরে সে জানতে পারে, তার শরীর, মন এবং আত্মা কোনও কাকতালীয় কারণে নয়, বরং বহু পুরনো, অসমাপ্ত এক যজ্ঞের ধারক। মৃত্তিকা নিজেই ছিলেন এক পূর্বজন্মের কুসুম এক নারী, যাকে ‘আহুতি’ বানাতে গিয়ে যজ্ঞ অসম্পূর্ণ থেকে যায়। সেই অসম্পূর্ণতা আজও জেগে আছে, আর কামরূপী শক্তি আবার জাগতে চায়।
গল্প এগোতে থাকে স্মৃতি ও বাস্তব, দেহ ও চেতনার দ্বন্দ্বে। মৃত্তিকা বুঝতে পারে, সে আর শুধু লেখিকা নয় সে নিজেই এক ‘সংক্রমিত কাহিনি’। তার দেহ এক পুরনো মন্দির, যার দরজায় লেগে আছে যোনি-চিহ্ন, গর্ভ, ত্রিকোণ, রক্ত আর আগুনের ছাপ। যজ্ঞ আবার শুরু হতে চলেছে। এবার সে পালাতে পারবে না।
‘রক্তকমলিনী’ শুধুমাত্র এক নারীর অভিশপ্ত অতীত নয় এ এক কাহিনি যা পাঠকের শরীরে ছায়ার মতো ঢুকে যায়, লেখকের কলমে নিজেকে লিখে ফেলে, আর মনে করিয়ে দেয় সব নারীই পাত্র নয়, কিন্তু একবার কেউ পাত্র হয়ে গেলে… দেবী নয়, দেহ হয়।
শেষে প্রশ্ন রয়ে যায় মৃত্তিকা কি এই যজ্ঞ সম্পূর্ণ করবে, নাকি আরও একবার সেই ত্রিকোণ অসম্পূর্ণ থেকে যাবে?
GENRE :- HORROR | TANTRA | FANTASY | CURSE | MYSTERY
◾ Story - রজঃ ( দ্বিতীয় পর্ব)
◽Writer- শৃনজিতা দাশ (Srinjita das)
▫️ অন্যান্য চরিত্রে -
গল্পপাঠে এবং গল্পের সূত্রধার : অয়ন মুখার্জী
🔹তান্ত্রিক( পুরুষ),প্রৌঢ় লেখক – ঋতম
🔹তান্ত্রিক ( ১ মহিলা),চণ্ডালিকা-বর্ষা
🔹 তান্ত্রিক (২ মহিলা),কামরূপী,প্রকাশকের স্ত্রী- সঞ্চালী
🔹 তান্ত্রিক (৩ মহিলা),. নারী কণ্ঠ-অয়ন্তিকা
🔹 তান্ত্রিক (৪ মহিলা),পিসিমা,কুসুম,সন্ন্যাসিনী,অদ্বিতা-দেবস্মিতা
🔹 মৃত্তিকা- নর্মদা
🔹 অটো চালক,স্থানীয় লোক ১-মানস
🔹 অফিসার কৌশিক রায় – সৌমিক
🔹 প্রকাশক-রাজ চট্টোপাধ্যায়
🔹 সুপ্রিয় শর্মা-রূপঙ্কর
🔹 নিত্যানন্দ শাস্ত্রী,স্থানীয় লোক২-অয়ন
⚫ This story present by - Team OBHISHOPTO ASWAMEDH
◾ভিডিও এডিটিং ও মোশন এনিমেশন : দেবহুতি ভট্টাচার্য
◾পোস্টার ডিজাইন : Minimally
◾সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় : অয়ন মুখার্জী
---------------------------------------------------------------------------
◽️Others story : 👉🏼
বিজয়ার প্রণাম : • বিজয়ার প্রণাম ।। হেমেন্দ্রকুমার রায় ।। Ben...
প্রেমের ফাঁদে : • Видео
----------------------------------------------------------
আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে ,লাইক,শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ।
-----------------------------------------------------------
অভিশপ্ত অশ্বমেধে, প্রচারিত বিভিন্ন গল্পে ,বিশেষত ভূতের গল্পে, অনেক সময় সেখানে তন্ত্র মন্ত্র, অলৌকিক,অতিপ্রাকৃতিক, ঝাড়ফুঁক ,দেবদেবী, ইত্যাদির বিবরণ থাকে। গল্পের লেখক/লেখিকা রোমাঞ্চকর প্লট তৈরীর খাতিরেই এগুলোর ব্যবহার করে থাকেন। টিম অভিশপ্ত অশ্বমেধ ও গল্পের লেখক/লেখিকা, কোনরকম রাজনৈতিক মতবাদ, কুসংস্কার বা অলৌকিক ভীতি ও কোন প্রকার নেশাকে , সমর্থন করে না। আমাদের পরিবেশনা সম্পুর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে গল্পের কোন মিল যদিও থেকে থাকে, নেহাতই তা কাকতালীয় l টিম অভিশপ্ত অশ্বমেধ আশারাখে গল্পের শ্রোতারাও ,সংস্কার মুক্ত হয়ে ,খোলা মনে, গল্প শোনার অনাবিল আনন্দেই, এই গল্পগুলিকে গ্রহণ করবেন।
-------------------------------------------------------------
📍Facebook : / obhishoptoaswamedh
📍Instagram : / obhishoptoaswamedh
📍YouTube : / @obhishoptoaswamedh
📍Threads : https://www.threads.net/@obhishoptoas...
📍WhatsApp Channel : https://whatsapp.com/channel/0029VaGE...
টিম অভিশপ্ত অশ্বমেধের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন শুনতে থাকুন , আমাদের গল্প।
📩 আপনাদের জীবনে ঘটে যাওয়া অতিপ্রাকৃতিক ঘটনা যদি আমাদের সকল শ্রোতা বন্ধুদের জানাতে চান ও শোনাতে চান এবং বিভিন্ন বিজনেস ইনকয়ারির জন্য যোগাযোগ করতে নিচে দেওয়া মেইল আইডিতে মেইল করে জানাতে পারেন।
Contact us by mail - [email protected]
#রজঃ #Roktokomolini #BengaliHorrorStory #TantricStory #ObhishoptoAswamedh #MysticTantra #Kamarupa #ShaktiPath #Darkstory #tantramantra #kamakhyatemple #kamakhyasecrets #kamrup_kamakhya #divinestory #kamakhyasecrets #historyofmandirs
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: