বাংলা রচনা: আমার প্রিয় শিক্ষক ।। Bangla Easy: My Favorite Teacher
Автор: Kids School Bangladesh
Загружено: 2025-11-29
Просмотров: 49
আমার প্রিয় শিক্ষক
সূচনা: ছাত্রজীবনে যার সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক থাকে তিনি শিক্ষক। বিদ্যালয়ের সকল শিক্ষকের মধ্যে কোনো কোনো শিক্ষক অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন, তাঁর পাঠদান পদ্ধতি, মধুর ব্যবহার এবং ব্যক্তিত্ব ও আদর্শের কারণে। তেমনি আমারও একজন প্রিয় শিক্ষক আছেন।
আমার পছন্দের শিক্ষক: নোমান স্যারকে আমার সর্বাধিক পছন্দ। তাঁর শিক্ষার পদ্ধতি, ব্যক্তিত্ব এবং নম্র ব্যবহার আমাকে প্রীত করে। তিনি আমাদের বাংলা পড়ান।
প্রিয় হওয়ার কারণ: নোমান স্যারের মাঝে একজন আদর্শ শিক্ষকের সব গুণ বিদ্যমান। তাঁর উচ্চারণ যেমন সুস্পষ্ট ও বিশুদ্ধ, বাচনভঙ্গিও তেমনি হৃদয়গ্রাহী। তিনি সবসময় হাসিমুখে কথা বলেন। চমৎকারভাবে পড়া বুঝিয়ে দেন। শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার প্রতি খেয়াল রাখেন। তাই তিনি আমার প্রিয় শিক্ষক।
পাঠদান পদ্ধতি: স্যার প্রতিদিন ঠিক সময়ে ক্লাসে আসেন। ব্লাকবোর্ড পরিষ্কার করে তিনি তাতে সেদিনের পাঠ লেখেন। তারপর বাড়ির কাজ থাকলে তা আদায় করেন। নতুন পড়া দিলে স্যার তা শ্রেণিকক্ষেই ভালোভাবে বুঝিয়ে দেন। তিনি পাঠকে খুবই আকর্ষণীয় করে উপস্থাপন করেন।
আদর্শ ব্যক্তিত্ব: নোমান স্যার আমাদের সকলের নিকট বন্ধুর মতো। তবে নীতিগত দিক থেকে তিনি খুবই দৃঢ়। আমাদের কারো অসুখ হলে নোমান স্যার খোঁজখবর নেন। এককথায় একজন ভালো শিক্ষক এবং একজন ভালো মানুষের সৎ গুণাবলি তাঁর মধ্যে বিদ্যমান।
উপসংহার: স্কুলের সকল স্যারকেই আমি শ্রদ্ধা করি। তবে আমার প্রিয় শিক্ষক নোমান স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা একটু বেশি। আমি সারা জীবন তাঁর আদর্শ অনুসরণ করে চলতে চেষ্টা করব।
== শিক্ষক ==
দিপ্ত কুমার পাল
[email protected]
WhatsApp: +8801742157585
WhatsApp Group: https://chat.whatsapp.com/GFa4WBERmWg...
ফেসবুক প্রফাইল : / diptobd71
ফেসবুক পেজ : / kidsschoolbangladesh
ফেসবুক গ্রুপ : / kidsschoolbangladesh
#KSB #বাংলা_রচনা
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: